শেষ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের প্রক্রিয়া শুরু করেছে প্রভাবশালী নামের সাক্ষাৎ দানবরা। এদের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির কর্তাব্যক্তি। কারও পরিচিতি এলাকার সরকারি দলের নেতা হিসেবে। কারও পরিচিতি রক্ত হিম করা সন্ত্রাসী বা মাস্তান হিসেবে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে- বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের জমি দখলে নিয়ে বাড়ি নির্মাণ শুরু করেছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, যিনি আবার এলাকার একজন প্রভাবশালী যুবলীগ নেতা। স্কুলের জমি দখল করে বাড়ি নির্মাণের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। শুধু বগুড়ার ছোনকা বিদ্যালয়ই নয়, সারা দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল করে রাজত্ব করছেন প্রভাবশালীরা। ক্ষমতাসীন দলের রাজনীতিক থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডির সদস্যদেরও কুনজরে পড়ে বিভিন্ন স্কুল-কলেজের জমি অপদখলের শিকার হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে এ নিয়ে অভিযোগের পাহাড় থাকলেও কর্তৃপক্ষকে এসবের সমস্যা সমাধানে তেমন উদ্যোগী হতে দেখা যায় না। দখলদারদের কাছে সরকার এমনকি সংসদীয় স্থায়ী কমিটি পর্যন্ত এতটাই অসহায় যে তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার বদলে বিকল্প ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোয় সীমানাপ্রাচীর নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলদারদের কবলে পড়ায় এ পরামর্শ যে দেওয়া হয়েছে তা সহজেই অনুমেয়। আসলে বাংলাদেশের জমিজমার মালিকানার ক্ষেত্রে জোর যার মুলুক তার নীতিই কার্যত অনুসৃত হয়। সাধারণ মানুষের জমি অপদখল শুধু নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের এমনকি সরকারি জমিও গ্রাস করা যায় অনায়াসে। এ মাৎসন্যায় ব্যবস্থার অবসান অবশ্যই কাম্য।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
স্কুলের জমি দখল
দখলদারদের নিরস্ত করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর