শেষ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের প্রক্রিয়া শুরু করেছে প্রভাবশালী নামের সাক্ষাৎ দানবরা। এদের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির কর্তাব্যক্তি। কারও পরিচিতি এলাকার সরকারি দলের নেতা হিসেবে। কারও পরিচিতি রক্ত হিম করা সন্ত্রাসী বা মাস্তান হিসেবে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে- বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের জমি দখলে নিয়ে বাড়ি নির্মাণ শুরু করেছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, যিনি আবার এলাকার একজন প্রভাবশালী যুবলীগ নেতা। স্কুলের জমি দখল করে বাড়ি নির্মাণের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। শুধু বগুড়ার ছোনকা বিদ্যালয়ই নয়, সারা দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল করে রাজত্ব করছেন প্রভাবশালীরা। ক্ষমতাসীন দলের রাজনীতিক থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডির সদস্যদেরও কুনজরে পড়ে বিভিন্ন স্কুল-কলেজের জমি অপদখলের শিকার হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে এ নিয়ে অভিযোগের পাহাড় থাকলেও কর্তৃপক্ষকে এসবের সমস্যা সমাধানে তেমন উদ্যোগী হতে দেখা যায় না। দখলদারদের কাছে সরকার এমনকি সংসদীয় স্থায়ী কমিটি পর্যন্ত এতটাই অসহায় যে তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার বদলে বিকল্প ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোয় সীমানাপ্রাচীর নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলদারদের কবলে পড়ায় এ পরামর্শ যে দেওয়া হয়েছে তা সহজেই অনুমেয়। আসলে বাংলাদেশের জমিজমার মালিকানার ক্ষেত্রে জোর যার মুলুক তার নীতিই কার্যত অনুসৃত হয়। সাধারণ মানুষের জমি অপদখল শুধু নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের এমনকি সরকারি জমিও গ্রাস করা যায় অনায়াসে। এ মাৎসন্যায় ব্যবস্থার অবসান অবশ্যই কাম্য।
শিরোনাম
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ