শেষ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের প্রক্রিয়া শুরু করেছে প্রভাবশালী নামের সাক্ষাৎ দানবরা। এদের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির কর্তাব্যক্তি। কারও পরিচিতি এলাকার সরকারি দলের নেতা হিসেবে। কারও পরিচিতি রক্ত হিম করা সন্ত্রাসী বা মাস্তান হিসেবে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে- বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের জমি দখলে নিয়ে বাড়ি নির্মাণ শুরু করেছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, যিনি আবার এলাকার একজন প্রভাবশালী যুবলীগ নেতা। স্কুলের জমি দখল করে বাড়ি নির্মাণের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। শুধু বগুড়ার ছোনকা বিদ্যালয়ই নয়, সারা দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল করে রাজত্ব করছেন প্রভাবশালীরা। ক্ষমতাসীন দলের রাজনীতিক থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডির সদস্যদেরও কুনজরে পড়ে বিভিন্ন স্কুল-কলেজের জমি অপদখলের শিকার হয়েছে। সরকারের বিভিন্ন দফতরে এ নিয়ে অভিযোগের পাহাড় থাকলেও কর্তৃপক্ষকে এসবের সমস্যা সমাধানে তেমন উদ্যোগী হতে দেখা যায় না। দখলদারদের কাছে সরকার এমনকি সংসদীয় স্থায়ী কমিটি পর্যন্ত এতটাই অসহায় যে তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার বদলে বিকল্প ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোয় সীমানাপ্রাচীর নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলদারদের কবলে পড়ায় এ পরামর্শ যে দেওয়া হয়েছে তা সহজেই অনুমেয়। আসলে বাংলাদেশের জমিজমার মালিকানার ক্ষেত্রে জোর যার মুলুক তার নীতিই কার্যত অনুসৃত হয়। সাধারণ মানুষের জমি অপদখল শুধু নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের এমনকি সরকারি জমিও গ্রাস করা যায় অনায়াসে। এ মাৎসন্যায় ব্যবস্থার অবসান অবশ্যই কাম্য।
শিরোনাম
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন