অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। আমাদের দেশে যে মানুষের নির্দিষ্ট বাসস্থান নেই, তাকে মূল্যায়ন করা হয় ঠিকানাহীন মানুষ হিসেবে। এক সময় দেশে এমন ঠিকানাহীন মানুষের সংখ্যা ছিল বিশাল। এদের একাংশ দারিদ্র্যতার কারণে হারিয়েছে নিজেদের বাড়িঘরসহ সবকিছু। অন্য অংশ নদীভাঙনের শিকার। আমাদের মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল, সব নাগরিকের মৌলিক অধিকার পূরণ। বঙ্গবন্ধু স্বাধীনতার পর যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন তখন দেশের বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ ছিল না। দেশের সাড়ে ৭ কোটি মানুষের দেড় কোটি ছিল গৃহহীন। যাদের ১ কোটি মানুষ মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি দখলদার বাহিনীর হত্যাকান্ডের ভয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ৫০ লাখ মানুষ ছিল স্বদেশেই উদ্বাস্তু। সে অবস্থায়ও শূন্য হাতে বঙ্গবন্ধু গৃহহীনদের গৃহদানের প্রকল্প গ্রহণ করেন। জাতির পিতার পথ ধরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ভূমিহীন মানুষের জন্য নিজস্ব আবাসের ব্যবস্থা করার কথা বলেছেন। গত বুধবার দুপুরে গৃহহীন ও ভূমিহীনদের ঘর উপহার দেওয়ার প্রকল্পের চতুর্থ পর্যায়ে আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই, প্রত্যেকটি মানুষ আশ্রয় পাবে, জীবন-জীবিকা পাবে। সমাজের বোঝা হয়ে থাকবে না। নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে বসবাস করবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী সারা দেশে আরও সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন। বুধবার মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা- এই সাত জেলার সব উপজেলাসহ ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করেন। এ পর্যন্ত মোট ৯টি জেলা এবং ২১১টি উপজেলা গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। গৃহহীনদের গৃহদানের এই কর্মসূচি সমাজের পিছিয়ে থাকা মানুষকে সামনের কাতারে যেতে অবদান রাখবে। দেশের উন্নয়নেও রাখবে ফলপ্রসূ ভূমিকা।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
সবার জন্য বাসস্থান
পিছিয়ে থাকা মানুষকে এগিয়ে নেবে
প্রিন্ট ভার্সন
