অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। আমাদের দেশে যে মানুষের নির্দিষ্ট বাসস্থান নেই, তাকে মূল্যায়ন করা হয় ঠিকানাহীন মানুষ হিসেবে। এক সময় দেশে এমন ঠিকানাহীন মানুষের সংখ্যা ছিল বিশাল। এদের একাংশ দারিদ্র্যতার কারণে হারিয়েছে নিজেদের বাড়িঘরসহ সবকিছু। অন্য অংশ নদীভাঙনের শিকার। আমাদের মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল, সব নাগরিকের মৌলিক অধিকার পূরণ। বঙ্গবন্ধু স্বাধীনতার পর যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন তখন দেশের বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ ছিল না। দেশের সাড়ে ৭ কোটি মানুষের দেড় কোটি ছিল গৃহহীন। যাদের ১ কোটি মানুষ মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি দখলদার বাহিনীর হত্যাকান্ডের ভয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ৫০ লাখ মানুষ ছিল স্বদেশেই উদ্বাস্তু। সে অবস্থায়ও শূন্য হাতে বঙ্গবন্ধু গৃহহীনদের গৃহদানের প্রকল্প গ্রহণ করেন। জাতির পিতার পথ ধরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ভূমিহীন মানুষের জন্য নিজস্ব আবাসের ব্যবস্থা করার কথা বলেছেন। গত বুধবার দুপুরে গৃহহীন ও ভূমিহীনদের ঘর উপহার দেওয়ার প্রকল্পের চতুর্থ পর্যায়ে আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই, প্রত্যেকটি মানুষ আশ্রয় পাবে, জীবন-জীবিকা পাবে। সমাজের বোঝা হয়ে থাকবে না। নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে বসবাস করবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী সারা দেশে আরও সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন। বুধবার মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা- এই সাত জেলার সব উপজেলাসহ ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করেন। এ পর্যন্ত মোট ৯টি জেলা এবং ২১১টি উপজেলা গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। গৃহহীনদের গৃহদানের এই কর্মসূচি সমাজের পিছিয়ে থাকা মানুষকে সামনের কাতারে যেতে অবদান রাখবে। দেশের উন্নয়নেও রাখবে ফলপ্রসূ ভূমিকা।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে