বঙ্গোপসাগরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলারের হিমঘর থেকে উদ্ধার করা ১০ লাশের পরিচয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। লাশগুলো জেলে না ডাকাত দলের তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। লাশগুলো প্রাথমিকভাবে শনাক্ত করেছেন স্বজনরা। গত ৭ এপ্রিল সাগরে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারা। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় এক সময় ছিল ডাকাতদের অবাধ রাজত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই রাজত্বের রাশ টেনে ধরা হয়েছে। তারপরও ডাকাতির ঘটনা প্রায়শই ঘটে সাগরপ্রান্তে। উদ্ধারকৃত লাশগুলো নিয়ে বিতর্কের কারণ, তাদের যে ডাকাত সন্দেহে মারা হয়েছে এ ব্যাপারে এলাকাবাসীর মধ্যে রয়েছে ঐকমত্য। লাশ শনাক্ত করতে আসা এক মহিলার ভাষ্য, পরিবারের কাউকে না বলে তার ছেলে সাগরে মাছ শিকারে যায়। রবিবার উদ্ধার লাশগুলোর মধ্যে তার সন্তান আছে কি না দেখতে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে গেলে শার্ট ও প্যান্ট দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ৯ এপ্রিল মহেশখালী এলাকার ফিশিং বোট থেকে উদ্ধারকৃত জেলেদের ডাকাত সন্দেহে মেরে ফেলে অপর জেলেরা। পরে তাদের ওই বোটের হিমাগারে ঢুকিয়ে রেখে পাটাতনে পেরেক মেরে দিয়ে বোটটি পানিতে ডুবিয়ে দেওয়া হয়। ১৫ দিন পর ফিশিং বোটটি সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ভাসতে দেখে অপর জেলেরা। কাছে গিয়ে পচা গন্ধ পেয়ে বোটটি টেনে নাজিরারটেক এলাকায় নিয়ে যায় তারা। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা হিমাগারের পাটাতন ভেঙে লাশগুলো উদ্ধার করে। আমরা আশা করব, আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকৃতদের সঠিক পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করবে। পাশাপাশি জেলেদের নিরাপত্তায় সাগর উপকূলে জোরদার করা হবে প্রহরা ব্যবস্থা। দেশের উপকূলীয় এলাকা জলদুস্য ও মাদক পাচারকারীদের থাবামুক্ত করা সংশ্লিষ্টদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা
ট্রলারে ১০ লাশ
উপকূলভাগে প্রহরা জোরদার করুন
প্রিন্ট ভার্সন
