বঙ্গোপসাগরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলারের হিমঘর থেকে উদ্ধার করা ১০ লাশের পরিচয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। লাশগুলো জেলে না ডাকাত দলের তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। লাশগুলো প্রাথমিকভাবে শনাক্ত করেছেন স্বজনরা। গত ৭ এপ্রিল সাগরে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারা। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় এক সময় ছিল ডাকাতদের অবাধ রাজত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই রাজত্বের রাশ টেনে ধরা হয়েছে। তারপরও ডাকাতির ঘটনা প্রায়শই ঘটে সাগরপ্রান্তে। উদ্ধারকৃত লাশগুলো নিয়ে বিতর্কের কারণ, তাদের যে ডাকাত সন্দেহে মারা হয়েছে এ ব্যাপারে এলাকাবাসীর মধ্যে রয়েছে ঐকমত্য। লাশ শনাক্ত করতে আসা এক মহিলার ভাষ্য, পরিবারের কাউকে না বলে তার ছেলে সাগরে মাছ শিকারে যায়। রবিবার উদ্ধার লাশগুলোর মধ্যে তার সন্তান আছে কি না দেখতে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে গেলে শার্ট ও প্যান্ট দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ৯ এপ্রিল মহেশখালী এলাকার ফিশিং বোট থেকে উদ্ধারকৃত জেলেদের ডাকাত সন্দেহে মেরে ফেলে অপর জেলেরা। পরে তাদের ওই বোটের হিমাগারে ঢুকিয়ে রেখে পাটাতনে পেরেক মেরে দিয়ে বোটটি পানিতে ডুবিয়ে দেওয়া হয়। ১৫ দিন পর ফিশিং বোটটি সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ভাসতে দেখে অপর জেলেরা। কাছে গিয়ে পচা গন্ধ পেয়ে বোটটি টেনে নাজিরারটেক এলাকায় নিয়ে যায় তারা। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা হিমাগারের পাটাতন ভেঙে লাশগুলো উদ্ধার করে। আমরা আশা করব, আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকৃতদের সঠিক পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করবে। পাশাপাশি জেলেদের নিরাপত্তায় সাগর উপকূলে জোরদার করা হবে প্রহরা ব্যবস্থা। দেশের উপকূলীয় এলাকা জলদুস্য ও মাদক পাচারকারীদের থাবামুক্ত করা সংশ্লিষ্টদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
- যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
- আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত