বাংলাদেশ উন্নত মানের চিকন চালের জন্য এতকাল ছিল পরনির্ভরশীল। এ জন্য ভারতীয় বাসমতী চালের ওপর নির্ভর করতে হতো। দেশে একই মানের উচ্চ ফলনশীল বিনা-২৫ ধান শুধু দেশের চাহিদা পূরণ করবে না, উন্নত মানের চাল আমদানির খরচ থেকে দেশ রক্ষা পাবে। বিনা-২৫ ধান ভারতীয় বাসমতী চালের সঙ্গে পাল্লা দিতে সক্ষম বলে জানিয়েছেন কৃষকরা। এটি ভারতীয় বাসমতীর চেয়ে সরু এবং উচ্চ ফলনশীল। বিনা-২৫ ধানের সবচেয়ে বড় সুবিধা হলো এটি অন্যান্য ধানের চেয়ে অনেক আগে কাটা যায়। বিনা-২৫ এর চারা লাগানোর ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ধান কাটতে পারে কৃষক। প্রতি বিঘায় ধান উৎপাদন হয় ২৪ থেকে ৩০ মণ পর্যন্ত। ফলে পরীক্ষামূলক চাষে মাঠে গিয়েই বিনা-২৫ ধান বাজিমাত করেছে। সরু এবং অতি লম্বা হওয়ায় এর দামও প্রচলিত চালের দামের চেয়ে ঢের বেশি, যা ধান আবাদে কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করছে। সবচেয়ে আশার বিষয় হলো- জাতটি আমাদের দেশে ভারতীয় বা পাকিস্তানের বাসমতী চালের বিকল্প পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে শুধু স্থানীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি সরু এবং লম্বা চাল রপ্তানিতে নতুন আশা জাগাচ্ছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দীর্ঘ ৮ বছরের গবেষণার ফল বিনা-২৫ ধান। এবারই প্রথম বোরো মৌসুমে মাঠপর্যায়ে এই ধানের চাষ শুরু হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। যেখানেই এই ধান চাষ করা হয়েছে সেখানেই আশাতীত ফলন মিলেছে। বিনা-২৫ ধানের সবচেয়ে বড় সুবিধা হলো- ঝড় বৃষ্টি বা প্রচ- বাতাসে হেলে পড়লেও রোদের ছোয়ায় দু-তিন দিনের মধ্যে আগের অবস্থায় ফিরে যেতে পারে। বাংলাদেশের মতো ঝড় বৃষ্টি বন্যা ও ঘূর্ণিঝড়ের দেশে এ ধান সে অর্থে আশীর্বাদ। বিঘাপ্রতি ফলন বেশি হওয়ায় ধান চাষিরা বিনা-২৫ ধান চাষে উৎসাহী হবে। চলতি বছর দেশের যেসব এলাকায় এ ধান চাষ হয়েছে প্রতিটি এলাকার অন্যান্য কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে বিনা-২৫। বাংলাদেশকে খাদ্যে স্বনির্ভর করার ক্ষেত্রে এ ধান অবদান রাখবে বলে আমরা আশা করছি।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
বিনা-২৫ ধান
কৃষককে সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর