ডলারের বাজারে অস্থিরতা কিছুতেই কাটছে না। অনেক ব্যাংক যথাসময়ে আমদানির এলসি দায় পরিশোধ করতে পারছে না। আবার কোনো কোনো ব্যাংক নির্ধারিত দরের চেয়ে বেশি দরে ডলার বেচাকেনা করছে। এতে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। ডলারের বিপরীতে টাকার দাম কমছে এবং মূল্যস্ফীতি অনিবার্য হয়ে উঠেছে। গত দুই বছরে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। সোজা কথায় যেসব মানুষের সঞ্চয় ব্যাংকে গচ্ছিত ছিল তাদের অর্থের প্রকৃত মূল্য দুই বছরের ব্যবধানে কমেছে ২০ শতাংশের বেশি। অর্থাৎ দুই বছরে ব্যাংক থেকে তারা যে মুনাফা পেয়েছেন, টাকার অবমূল্যায়ন হয়েছে তার চেয়ে বেশি। যারা সারা জীবনের সঞ্চয় রেখে দিয়েছিলেন বাড়ি নির্মাণের জন্য, টাকার দাম কমে যাওয়া এবং পণ্যের মূল্যস্ফীতিতে তারা চোখে শর্ষে ফুল দেখছেন। উচ্চ আমদানি ব্যয়ের প্রভাব পড়ছে ভোক্তার কাঁধে। পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি পাওয়ায় ভোক্তার ক্রয়ক্ষমতা কমে গেছে এবং ব্যয় হ্রাস পেয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও বৈদেশিক ঋণ রয়েছে। টাকার অবমূল্যায়ন হওয়ায় ডলারে একই পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করতে বেশি টাকা খরচ হচ্ছে, যা টাকার ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। দুই বছর ধরে দেশে ডলার সংকট চলছে। চলমান সংকটের জন্য দেশে ডলারের চাহিদা ও সরবরাহে ব্যাপক ব্যবধান থাকার বিষয়টি অনেকাংশে দায়ী। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, বৈধ চ্যানেলে রেমিট্যান্স কম আসা এবং হুন্ডিতে লেনদেন ডলার সংকট আরও বাড়িয়েছে। ডলারের বাজার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক গত ২৫ মাসে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার বিক্রি করেছে। এর মধ্যে গত অর্থবছরে ১ হাজার ৩৫০ কোটি এবং ২০২১-২২ অর্থবছরে ৭৬২ কোটি ডলার বিক্রি করা হয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। ডলারের উচ্চ চাহিদার কারণে সরকার নির্ধারিত দামে সংগ্রহ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মানুষ ছুটছে কার্ব মার্কেটের দিকে। বেশি দামে ডলার কিনতে হচ্ছে। এ অবস্থার অবসানে হুন্ডি বন্ধে শক্ত হতে হবে। বিদেশে অর্থ পাচার বন্ধেও নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ