বাংলাদেশকে বলা হয় নদনদীর দেশ। নদনদীর মিঠা পানি দেশের প্রধান প্রাকৃতিক সম্পদ। কিন্তু এ সম্পদ সুরক্ষায় আমাদের ব্যর্থতা জাতীয় লজ্জা বলে অভিহিত করলেও অত্যুক্তি হবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশে নদনদীর সংখ্যা কত এ সম্পর্কিত কোনো সঠিক বা পূর্ণাঙ্গ তথ্য দেশের কোনো কর্তৃপক্ষের কাছে নেই। স্বাধীনতার পর গত ৫২ বছরে বিপুলসংখ্যক নদী অস্তিত্ব হারিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে দেশের ৪০৫টি নদীর তথ্য রয়েছে। গত মাসে জাতীয় নদী রক্ষা কমিশন ৯০৭টি নদীর খসড়া তালিকা প্রকাশ করে। বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের কোথাও ৭০০টি, কোথাও ২৩০টি নদীর কথা বলা আছে। পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর ‘বাংলাদেশের নদনদী’ বইয়ে আছে ১ হাজার ২১৬টি নদীর তথ্য। আবার বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান দাবি করছে, দেশে নদীর সংখ্যা ১ হাজার ৬০০-এর বেশি। একদিকে নদীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি, অন্যদিকে দখল-দূষণে হারিয়ে যাচ্ছে একের পর এক নদী। এই বাস্তবতা সামনে নিয়ে গত রবিবার দেশব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এদিকে গত আগস্টে নদী কমিশনের তালিকা প্রকাশের পরই বিভিন্ন দিক থেকে আপত্তি আসতে শুরু করে। ওই খসড়া তালিকায় রংপুর বিভাগের শতাধিক নদনদী বাদ পড়েছে বলে দাবি করেছে নদীবিষয়ক সংগঠন ‘রিভারাইন পিপল’। তাদের দাবি, এসব নদী তালিকাভুক্ত না হলে এই অঞ্চলের প্রাণ-প্রকৃতির সঙ্গে নদীকেন্দ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে পারবে না আগামী প্রজন্ম। দেশের প্রধান সম্পদ মিঠা পানির উৎস নদনদীর সঠিক তালিকা কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে না থাকা নদীর প্রতি আমাদের কৃতঘ্ন মনোভাবের পরিচয় দেয়। এই কৃতঘ্ন মনোভাব তথা নদনদীর বিষয়ে নাগরিক সচেতনতার অভাবে নদীখেকো অশুভ শক্তির কালোছায়া গ্রাস করছে একের পর এক নদী। দখলে-দূষণে অস্তিত্ব হারাচ্ছে বিপুলসংখ্যক প্রাকৃতিক জলাশয়। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য বিপন্ন হচ্ছে ভয়াবহভাবে। মরুকরণের হুমকিও সৃষ্টি হচ্ছে। যা রোধে নদনদীর অস্তিত্ব রক্ষায় যত্নবান হতে হবে। নদনদীকে ভাবতে হবে অস্তিত্বের অনুষঙ্গ হিসেবে।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
বিপন্ন নদনদী
অস্তিত্ব রক্ষায় যত্নবান হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর