পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মিছিল ও একটি মসজিদে হত্যাযজ্ঞে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছেন। বেলুচিস্তানে নবীপ্রেমীদের ঈদে মিলাদুন্নবী (সা.) মিছিলে আত্মঘাতী হামলা চালান জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শুক্রবার মসজিদে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় একটি মসজিদে হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫৫ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। মিছিলের পাশে অবস্থানরত ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশের গাড়ির পাশে বোমাটি বিস্ফোরিত হয়। পুলিশসূত্রে বলা হয়, এটি ছিল একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’। বেলুচিস্তানে বড় ধরনের হামলার পর খাইবার পাখতুনখাওয়ায়ও একটি মসজিদে হামলা হয়েছে। এ হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। বিস্ফোরণে ভেঙে পড়েছে মসজিদটির ছাদ। জুমার নামাজের সময় হানগু জেলার দোয়াবা পুলিশ স্টেশনের কাছে একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে ধ্বংসাবশেষের নিচে ৩০ থেকে ৪০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছেন হানগু জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। পাকিস্তানে দেওবন্দপন্থি তালেবান ও মধ্যপ্রাচ্যের আইএসপন্থি সন্ত্রাসী নেটওয়ার্ক বেশ শক্তিশালী। সুন্নি মুসলমানদের কোনো কোনো জঙ্গি সংগঠন শিয়াদের মসজিদে হামলা চালানোকে পুণ্যের কাজ বলে মনে করে। নবীপ্রেমীদের ঈদে মিলাদুন্নবীর মিছিল এবং মসজিদে হামলার দায় কেউ স্বীকার না করলেও এর সঙ্গে তালেবান ও আইএসের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। উভয় জঙ্গি সংগঠনই উমাইয়া রাজতন্ত্রের প্রতি সহানুভূতিশীল। যারা মহানবী (সা.)-এর দৌহিত্র হজরত হাসান-হোসাইন (রা.)-এর হত্যাকান্ডের সঙ্গে জড়িত। পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলো এতই শক্তিশালী যে পুলিশ সদস্যরাও তাদের সামনে অসহায়। পাকিস্তান ও জঙ্গিবাদ সমার্থক হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোয়।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে