দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দানা বেঁধে উঠেছে নির্বাচনি সহিংসতা। বেশির ভাগ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর সঙ্গে একই দলের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি লড়াইয়ের আভাস মিললেও যেভাবে তারা একে অপরের নির্বাচনি ক্যাম্পে হামলা চালানোসহ সহিংসতায় লিপ্ত হচ্ছেন, তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ সমমনা দলগুলো অংশ না নেওয়ায় আওয়ামী লীগ বিপুলভাবে জয়ী হবে এতে কারও কোনো সন্দেহ নেই। যে কারণে সরকারের লক্ষ্য একটাই- শতভাগ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। কিন্তু যেভাবে নির্বাচনি সহিংসতা দানা বেঁধে উঠছে তা সরকারকে প্রশ্নবিদ্ধ করার আশঙ্কা সৃষ্টি করছে। নির্বাচন বিধি ভঙ্গ করে কোনো কোনো প্রার্থী নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকও করছেন। এসব বৈঠকের ছবি সামাজিক প্রচার মাধ্যমের কল্যাণে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর তাতে জনমনে বাড়ছে উদ্বেগ। নির্বাচন কমিশনের উচিত, প্রার্থীদের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের কোনো বৈঠক হলে তাদের শুধু নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া নয়, তারা যে চাকরিতে নিয়োজিত সেখান থেকেও অব্যাহতি দেওয়া। নির্বাচনে কারচুপির পরিকল্পনা আঁটা প্রার্থীদের প্রার্থিতা বাতিলের কথাও ভাবতে হবে। স্বীকার করতেই হবে, দশম ও একাদশ সংসদ নির্বাচনে অনভিপ্রেত অনেক ঘটনাই ঘটেছে। যা শুধু সরকার নয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। যে কারণে সরকার চায়, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন। নির্বাচন ব্যবস্থার ওপর দেশবাসী ও বিশ্ব সমাজের আস্থা ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের জন্যও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত নির্বাচন কমিশন সঠিক পথে চলেছে বলেই আমাদের ধারণা। এ সাহস এবং দৃঢ়তা তাদের বজায় রাখতে হবে। সব ধরনের বিচ্যুতির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। দেশের মর্যাদার স্বার্থে সুষ্ঠু নির্বাচনে অন্তরায় সৃষ্টিকারী দুর্বিনীতদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কোনো বিকল্প নেই।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
নির্বাচনি সহিংসতা
দুর্বিনীতদের বিরুদ্ধে কঠোর হোন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর