দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দানা বেঁধে উঠেছে নির্বাচনি সহিংসতা। বেশির ভাগ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর সঙ্গে একই দলের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি লড়াইয়ের আভাস মিললেও যেভাবে তারা একে অপরের নির্বাচনি ক্যাম্পে হামলা চালানোসহ সহিংসতায় লিপ্ত হচ্ছেন, তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ সমমনা দলগুলো অংশ না নেওয়ায় আওয়ামী লীগ বিপুলভাবে জয়ী হবে এতে কারও কোনো সন্দেহ নেই। যে কারণে সরকারের লক্ষ্য একটাই- শতভাগ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। কিন্তু যেভাবে নির্বাচনি সহিংসতা দানা বেঁধে উঠছে তা সরকারকে প্রশ্নবিদ্ধ করার আশঙ্কা সৃষ্টি করছে। নির্বাচন বিধি ভঙ্গ করে কোনো কোনো প্রার্থী নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকও করছেন। এসব বৈঠকের ছবি সামাজিক প্রচার মাধ্যমের কল্যাণে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর তাতে জনমনে বাড়ছে উদ্বেগ। নির্বাচন কমিশনের উচিত, প্রার্থীদের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের কোনো বৈঠক হলে তাদের শুধু নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া নয়, তারা যে চাকরিতে নিয়োজিত সেখান থেকেও অব্যাহতি দেওয়া। নির্বাচনে কারচুপির পরিকল্পনা আঁটা প্রার্থীদের প্রার্থিতা বাতিলের কথাও ভাবতে হবে। স্বীকার করতেই হবে, দশম ও একাদশ সংসদ নির্বাচনে অনভিপ্রেত অনেক ঘটনাই ঘটেছে। যা শুধু সরকার নয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। যে কারণে সরকার চায়, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন। নির্বাচন ব্যবস্থার ওপর দেশবাসী ও বিশ্ব সমাজের আস্থা ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের জন্যও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত নির্বাচন কমিশন সঠিক পথে চলেছে বলেই আমাদের ধারণা। এ সাহস এবং দৃঢ়তা তাদের বজায় রাখতে হবে। সব ধরনের বিচ্যুতির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। দেশের মর্যাদার স্বার্থে সুষ্ঠু নির্বাচনে অন্তরায় সৃষ্টিকারী দুর্বিনীতদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কোনো বিকল্প নেই।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা