সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই হতাহত হচ্ছে বিপুলসংখ্যক মানুষ। প্রতি বছর হাজার হাজার পরিবারে শোকের ছায়া বিস্তার হচ্ছে প্রিয়জন হারানোর কান্নায়। এবারের ঈদ মৌসুমে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছে অন্তত দুই শতাধিক মানুষ। সর্বশেষ গত মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ১৪ জন নিহত হয়েছেন। সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পিকআপের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সাতজন নারী, চারজন পুরুষ ও তিন শিশু রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে আরেকটি তদন্ত কমিটি। একই দিন সড়ক দুর্ঘটনায় বিভিন্ন এলাকায় আরও অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তেঁতুলতলার সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব হোসেন মিলন ঢাকায় একটি মন্ত্রণালয়ে লিফটম্যান হিসেবে কাজ করতেন। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত তার পরিবারসহ এলাকার দরিদ্র কয়েকজনের জন্য ত্রাণের ঢেউটিন বরাদ্দ করান। সেই টিন আনতে গিয়েই ত্রাণের টিনের বদলে তারা লাশ হয়ে ফেরেন নিজেদের বাড়িতে। দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটলেও এ ব্যাপারে যানবাহন চালকরা নির্বিকার। তাদের নিবৃত্ত করতে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ কার্যত ব্যর্থ বলেই মনে হচ্ছে। সড়ক দুর্ঘটনার রাশ টেনে ধরতে হলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ব্যাপারে কঠোর হতে হবে। রাস্তা পারাপারে রাখতে হবে সতর্ক ভূমিকা। এ ক্ষেত্রে যানবাহন চালক, যাত্রী পথচারী ও ট্রাফিক কর্তৃপক্ষসহ সবার দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার