সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই হতাহত হচ্ছে বিপুলসংখ্যক মানুষ। প্রতি বছর হাজার হাজার পরিবারে শোকের ছায়া বিস্তার হচ্ছে প্রিয়জন হারানোর কান্নায়। এবারের ঈদ মৌসুমে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছে অন্তত দুই শতাধিক মানুষ। সর্বশেষ গত মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ১৪ জন নিহত হয়েছেন। সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পিকআপের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সাতজন নারী, চারজন পুরুষ ও তিন শিশু রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে আরেকটি তদন্ত কমিটি। একই দিন সড়ক দুর্ঘটনায় বিভিন্ন এলাকায় আরও অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তেঁতুলতলার সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব হোসেন মিলন ঢাকায় একটি মন্ত্রণালয়ে লিফটম্যান হিসেবে কাজ করতেন। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত তার পরিবারসহ এলাকার দরিদ্র কয়েকজনের জন্য ত্রাণের ঢেউটিন বরাদ্দ করান। সেই টিন আনতে গিয়েই ত্রাণের টিনের বদলে তারা লাশ হয়ে ফেরেন নিজেদের বাড়িতে। দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটলেও এ ব্যাপারে যানবাহন চালকরা নির্বিকার। তাদের নিবৃত্ত করতে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ কার্যত ব্যর্থ বলেই মনে হচ্ছে। সড়ক দুর্ঘটনার রাশ টেনে ধরতে হলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ব্যাপারে কঠোর হতে হবে। রাস্তা পারাপারে রাখতে হবে সতর্ক ভূমিকা। এ ক্ষেত্রে যানবাহন চালক, যাত্রী পথচারী ও ট্রাফিক কর্তৃপক্ষসহ সবার দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
সড়ক দুর্ঘটনা
সবার দায়িত্বশীলতা কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর