সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই হতাহত হচ্ছে বিপুলসংখ্যক মানুষ। প্রতি বছর হাজার হাজার পরিবারে শোকের ছায়া বিস্তার হচ্ছে প্রিয়জন হারানোর কান্নায়। এবারের ঈদ মৌসুমে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছে অন্তত দুই শতাধিক মানুষ। সর্বশেষ গত মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ১৪ জন নিহত হয়েছেন। সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পিকআপের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সাতজন নারী, চারজন পুরুষ ও তিন শিশু রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে আরেকটি তদন্ত কমিটি। একই দিন সড়ক দুর্ঘটনায় বিভিন্ন এলাকায় আরও অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তেঁতুলতলার সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব হোসেন মিলন ঢাকায় একটি মন্ত্রণালয়ে লিফটম্যান হিসেবে কাজ করতেন। তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত তার পরিবারসহ এলাকার দরিদ্র কয়েকজনের জন্য ত্রাণের ঢেউটিন বরাদ্দ করান। সেই টিন আনতে গিয়েই ত্রাণের টিনের বদলে তারা লাশ হয়ে ফেরেন নিজেদের বাড়িতে। দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটলেও এ ব্যাপারে যানবাহন চালকরা নির্বিকার। তাদের নিবৃত্ত করতে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ কার্যত ব্যর্থ বলেই মনে হচ্ছে। সড়ক দুর্ঘটনার রাশ টেনে ধরতে হলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ব্যাপারে কঠোর হতে হবে। রাস্তা পারাপারে রাখতে হবে সতর্ক ভূমিকা। এ ক্ষেত্রে যানবাহন চালক, যাত্রী পথচারী ও ট্রাফিক কর্তৃপক্ষসহ সবার দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা