হঠাৎ শ্রমিক অসন্তোষে উত্তাল ওষুধ কারখানাগুলো। আন্দোলন-ভাঙচুরে বেশ কটি কারখানা বন্ধ থাকায় দেশে ওষুধ সংকটের শঙ্কা সৃষ্টি হয়েছে। মালিকদের ভাষ্য, ডলারের বিপরীতে টাকার মান হ্রাস এবং বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধিতে যখন ওষুধ কোম্পানিগুলো টিকে থাকতেই হিমশিম; এ অবস্থায় শ্রমিকদের বিভিন্ন দাবি মালিকপক্ষের কাছে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো। তাদের মতে, শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে আমরা বাধ্য। কিন্তু সব দাবি এখনই মেনে নিতে হলে অবধারিত লোকসানে পড়বে ওষুধ শিল্প। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তখন কর্মসংস্থানের সংকটে পড়বেন অসংখ্য শ্রমিক। কিন্তু এটাই শেষ কথা নয়। ওষুধ শিল্পের অনাকাঙ্ক্ষিত সংকট উত্তরণে শ্রমিক ও মালিক পক্ষকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব নিয়ে লাগসই কর্মপন্থা খুঁজে বের করতে হবে। বলা হচ্ছে, দেশের ওষুধ শিল্প ধ্বংসে সুদূরপ্রসারী চক্রান্ত শুরু হয়েছে। প্রকৃতই এ শিল্প নিয়ে কোনো স্বার্থান্বেষী কলকাঠি নাড়ছে কি না বিশ্লেষণ করা জরুরি। ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। স্থানীয় চাহিদার ৯৮ শতাংশ দেশেই তৈরি হয়। কারখানাগুলোর সক্ষমতা এবং এ শিল্পের প্রবৃদ্ধি দেশে ওষুধের বাজার সমৃদ্ধ করেছে। বিশ্ববাজারেও বাংলাদেশের ওষুধ মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। দেশে বর্তমানে প্রায় ৩০০ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অন্তত ৫০ হাজার কোটি টাকার ওষুধ ও কাঁচামাল তৈরি হচ্ছে। এমন একটা গতিশীল উৎপাদন খাতে বিশৃঙ্খলা, অচলাবস্থা, স্থবিরতা হবে আত্মঘাতী। মালিক-শ্রমিক উভয়পক্ষের যৌক্তিক ছাড় ও সমঝোতায় দ্রুত উদ্ভূত অচলাবস্থার অবসান হোক- এটাই কাম্য। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওষুধ শিল্পের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আশা করি।
শিরোনাম
- ব্রহ্মপুত্রে নৌকা ডুবি: ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা