হঠাৎ শ্রমিক অসন্তোষে উত্তাল ওষুধ কারখানাগুলো। আন্দোলন-ভাঙচুরে বেশ কটি কারখানা বন্ধ থাকায় দেশে ওষুধ সংকটের শঙ্কা সৃষ্টি হয়েছে। মালিকদের ভাষ্য, ডলারের বিপরীতে টাকার মান হ্রাস এবং বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধিতে যখন ওষুধ কোম্পানিগুলো টিকে থাকতেই হিমশিম; এ অবস্থায় শ্রমিকদের বিভিন্ন দাবি মালিকপক্ষের কাছে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো। তাদের মতে, শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে আমরা বাধ্য। কিন্তু সব দাবি এখনই মেনে নিতে হলে অবধারিত লোকসানে পড়বে ওষুধ শিল্প। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তখন কর্মসংস্থানের সংকটে পড়বেন অসংখ্য শ্রমিক। কিন্তু এটাই শেষ কথা নয়। ওষুধ শিল্পের অনাকাঙ্ক্ষিত সংকট উত্তরণে শ্রমিক ও মালিক পক্ষকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব নিয়ে লাগসই কর্মপন্থা খুঁজে বের করতে হবে। বলা হচ্ছে, দেশের ওষুধ শিল্প ধ্বংসে সুদূরপ্রসারী চক্রান্ত শুরু হয়েছে। প্রকৃতই এ শিল্প নিয়ে কোনো স্বার্থান্বেষী কলকাঠি নাড়ছে কি না বিশ্লেষণ করা জরুরি। ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। স্থানীয় চাহিদার ৯৮ শতাংশ দেশেই তৈরি হয়। কারখানাগুলোর সক্ষমতা এবং এ শিল্পের প্রবৃদ্ধি দেশে ওষুধের বাজার সমৃদ্ধ করেছে। বিশ্ববাজারেও বাংলাদেশের ওষুধ মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। দেশে বর্তমানে প্রায় ৩০০ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অন্তত ৫০ হাজার কোটি টাকার ওষুধ ও কাঁচামাল তৈরি হচ্ছে। এমন একটা গতিশীল উৎপাদন খাতে বিশৃঙ্খলা, অচলাবস্থা, স্থবিরতা হবে আত্মঘাতী। মালিক-শ্রমিক উভয়পক্ষের যৌক্তিক ছাড় ও সমঝোতায় দ্রুত উদ্ভূত অচলাবস্থার অবসান হোক- এটাই কাম্য। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওষুধ শিল্পের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আশা করি।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
ওষুধ শিল্পে অশান্তি
নিরসনের পদক্ষেপ নিন দ্রুত
Not defined
প্রিন্ট ভার্সন
