ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনে সার্চ কমিটির প্রধান হিসেবে প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি এবং সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের একজন বিচারপতিকে রাখার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের সুপারিশের জন্যে ছয় সদস্যের সার্চ কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতির সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত নির্বাচনগুলোই ছিল ভুয়া। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সে বিষয়ে সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে। সরকার যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, এ পর্যন্ত এমন মনোভাবই দেখিয়েছে। তবে আইন উপদেষ্টা বলেছেন, একটি রাজনৈতিক দল হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করেছে। তাদের নেত্রী দেশের বাইরে বসে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলছেন। অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি একটি গণহত্যা মামলারও আসামি। তাদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে তার মনে হয় না। আইন উপদেষ্টার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি বড় দল। তবে কোনো ব্যক্তি বা দল আইনের ঊর্ধ্বে নয়। সুষ্ঠু নির্বাচন হলে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালানো দলটি অংশ নেবে কি নেবে না তা কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন শেষে জনগণের শাসন দেখতে চায় দেশবাসী। নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ এ বিষয়ে জনমনে স্বস্তির হাওয়া সৃষ্টিতে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ