ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনে সার্চ কমিটির প্রধান হিসেবে প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি এবং সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের একজন বিচারপতিকে রাখার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের সুপারিশের জন্যে ছয় সদস্যের সার্চ কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতির সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত নির্বাচনগুলোই ছিল ভুয়া। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সে বিষয়ে সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে। সরকার যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, এ পর্যন্ত এমন মনোভাবই দেখিয়েছে। তবে আইন উপদেষ্টা বলেছেন, একটি রাজনৈতিক দল হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করেছে। তাদের নেত্রী দেশের বাইরে বসে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলছেন। অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি একটি গণহত্যা মামলারও আসামি। তাদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে তার মনে হয় না। আইন উপদেষ্টার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি বড় দল। তবে কোনো ব্যক্তি বা দল আইনের ঊর্ধ্বে নয়। সুষ্ঠু নির্বাচন হলে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালানো দলটি অংশ নেবে কি নেবে না তা কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন শেষে জনগণের শাসন দেখতে চায় দেশবাসী। নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ এ বিষয়ে জনমনে স্বস্তির হাওয়া সৃষ্টিতে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নির্বাচন অভিযাত্রা
জনমনে স্বস্তি সৃষ্টি করবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর