ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনে সার্চ কমিটির প্রধান হিসেবে প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি এবং সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের একজন বিচারপতিকে রাখার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের সুপারিশের জন্যে ছয় সদস্যের সার্চ কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতির সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত নির্বাচনগুলোই ছিল ভুয়া। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সে বিষয়ে সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে। সরকার যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, এ পর্যন্ত এমন মনোভাবই দেখিয়েছে। তবে আইন উপদেষ্টা বলেছেন, একটি রাজনৈতিক দল হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করেছে। তাদের নেত্রী দেশের বাইরে বসে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলছেন। অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি একটি গণহত্যা মামলারও আসামি। তাদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে তার মনে হয় না। আইন উপদেষ্টার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি বড় দল। তবে কোনো ব্যক্তি বা দল আইনের ঊর্ধ্বে নয়। সুষ্ঠু নির্বাচন হলে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালানো দলটি অংশ নেবে কি নেবে না তা কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন শেষে জনগণের শাসন দেখতে চায় দেশবাসী। নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ এ বিষয়ে জনমনে স্বস্তির হাওয়া সৃষ্টিতে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা