ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনে সার্চ কমিটির প্রধান হিসেবে প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি এবং সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের একজন বিচারপতিকে রাখার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের সুপারিশের জন্যে ছয় সদস্যের সার্চ কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতির সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত নির্বাচনগুলোই ছিল ভুয়া। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সে বিষয়ে সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে। সরকার যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, এ পর্যন্ত এমন মনোভাবই দেখিয়েছে। তবে আইন উপদেষ্টা বলেছেন, একটি রাজনৈতিক দল হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করেছে। তাদের নেত্রী দেশের বাইরে বসে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলছেন। অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি একটি গণহত্যা মামলারও আসামি। তাদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে তার মনে হয় না। আইন উপদেষ্টার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি বড় দল। তবে কোনো ব্যক্তি বা দল আইনের ঊর্ধ্বে নয়। সুষ্ঠু নির্বাচন হলে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালানো দলটি অংশ নেবে কি নেবে না তা কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন শেষে জনগণের শাসন দেখতে চায় দেশবাসী। নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ এ বিষয়ে জনমনে স্বস্তির হাওয়া সৃষ্টিতে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
নির্বাচন অভিযাত্রা
জনমনে স্বস্তি সৃষ্টি করবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের ‘চিকেন নেকে’ সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের গোয়েন্দা বৈঠক
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম