ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনে সার্চ কমিটির প্রধান হিসেবে প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি এবং সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের একজন বিচারপতিকে রাখার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের সুপারিশের জন্যে ছয় সদস্যের সার্চ কমিটির প্রধান হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতির সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত নির্বাচনগুলোই ছিল ভুয়া। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সে বিষয়ে সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকে। সরকার যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, এ পর্যন্ত এমন মনোভাবই দেখিয়েছে। তবে আইন উপদেষ্টা বলেছেন, একটি রাজনৈতিক দল হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করেছে। তাদের নেত্রী দেশের বাইরে বসে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলছেন। অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি একটি গণহত্যা মামলারও আসামি। তাদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে তার মনে হয় না। আইন উপদেষ্টার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি বড় দল। তবে কোনো ব্যক্তি বা দল আইনের ঊর্ধ্বে নয়। সুষ্ঠু নির্বাচন হলে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালানো দলটি অংশ নেবে কি নেবে না তা কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন শেষে জনগণের শাসন দেখতে চায় দেশবাসী। নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ এ বিষয়ে জনমনে স্বস্তির হাওয়া সৃষ্টিতে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন অভিযাত্রা
জনমনে স্বস্তি সৃষ্টি করবে
Not defined
প্রিন্ট ভার্সন
