প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছেন। জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণে তাঁর আগ্রহ ও প্রয়াসের কথাও তিনি তুলে ধরেছেন। বলেছেন, নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে নতুন সরকার নির্বাচিত হবে, তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর কাজ করার সুযোগ পাবে। তিনি বলেছেন, যে পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সে প্রেক্ষাপটে তিনি মনে করেন তাদের পক্ষে অনেকটাই এগোনো সম্ভব হয়েছে। কারণ একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা তিনি পেয়েছেন। বিচারব্যবস্থাসহ সবকিছুই ভেঙে পড়েছিল। প্রধান উপদেষ্টা এমন এক সময় জাপানি সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে একের পর এক উসকানি দিয়ে তাঁর দলীয় সন্ত্রাসীদের সংগঠিত করার চেষ্টা করছেন। দেশ পুনর্নির্মাণকে ক্রমাগতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন। যার প্রতিক্রিয়ায় অত্যাচার ও নিপীড়নের শিকার মানুষের ক্ষোভের মুখে পড়েছে পতিত শাসক ও তার দোসরদের বিভিন্ন স্থাপনা। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করা হলেও লাখো জনতাকে প্রতিহত করা যে সত্যিকার অর্থেই কঠিন, তা এক বাস্তবতা। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেছেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের এমন কিছু করা উচিত হবে না, যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আইনপ্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জাপানি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, তা অভিনন্দনযোগ্য। দেশকে স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ফ্যাসিবাদ রোখারও সেটি প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা
- পল্লবীতে নারী ধর্ষণ : একজনের স্বীকারোক্তি, আরেকজন কারাগারে
- ফটিকছড়িতে প্রকাশ্যে খুন, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
- ঈদে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- নির্বাচনের দাবিতে শেরপুর চেম্বারে তালা
- প্রথম ম্যাচে নিষিদ্ধ হার্দিক, মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার
- ইউএসএইড বন্ধের প্রচেষ্টা স্থগিতের নির্দেশ ফেডারেল বিচারকের
- ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত
- টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল, অতঃপর আটক ২
- আগামী বাজেটের আকার অহেতুক বড় করবো না : অর্থ উপদেষ্টা
- ঈদে ঢাকাবাসী ও বিপণিবিতানের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা
- ফুটবলে সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার : ক্রীড়া উপদেষ্টা
- নিউ ইয়র্কে জেবিবিএ’র ইফতার মাহফিল
- ভারতের বিপক্ষে স্কোয়াডে ফাহামিদুলকে রাখা হচ্ছে না : বাফুফে সভাপতি
- গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
- ঈদে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে হবে : শিমুল বিশ্বাস
- গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ
- এসআই-এএসআইদের মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ দেবে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- দিনাজপুরে ভেজাল সেমাই তৈরির দায়ে তিন কারখানাকে জরিমানা