প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছেন। জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণে তাঁর আগ্রহ ও প্রয়াসের কথাও তিনি তুলে ধরেছেন। বলেছেন, নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে নতুন সরকার নির্বাচিত হবে, তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর কাজ করার সুযোগ পাবে। তিনি বলেছেন, যে পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সে প্রেক্ষাপটে তিনি মনে করেন তাদের পক্ষে অনেকটাই এগোনো সম্ভব হয়েছে। কারণ একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা তিনি পেয়েছেন। বিচারব্যবস্থাসহ সবকিছুই ভেঙে পড়েছিল। প্রধান উপদেষ্টা এমন এক সময় জাপানি সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে একের পর এক উসকানি দিয়ে তাঁর দলীয় সন্ত্রাসীদের সংগঠিত করার চেষ্টা করছেন। দেশ পুনর্নির্মাণকে ক্রমাগতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন। যার প্রতিক্রিয়ায় অত্যাচার ও নিপীড়নের শিকার মানুষের ক্ষোভের মুখে পড়েছে পতিত শাসক ও তার দোসরদের বিভিন্ন স্থাপনা। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করা হলেও লাখো জনতাকে প্রতিহত করা যে সত্যিকার অর্থেই কঠিন, তা এক বাস্তবতা। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেছেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের এমন কিছু করা উচিত হবে না, যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আইনপ্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জাপানি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, তা অভিনন্দনযোগ্য। দেশকে স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ফ্যাসিবাদ রোখারও সেটি প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
জাতীয় নির্বাচন
ফ্যাসিবাদ রোখারও প্রকৃষ্ট উপায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর