প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছেন। জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণে তাঁর আগ্রহ ও প্রয়াসের কথাও তিনি তুলে ধরেছেন। বলেছেন, নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে নতুন সরকার নির্বাচিত হবে, তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর কাজ করার সুযোগ পাবে। তিনি বলেছেন, যে পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সে প্রেক্ষাপটে তিনি মনে করেন তাদের পক্ষে অনেকটাই এগোনো সম্ভব হয়েছে। কারণ একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা তিনি পেয়েছেন। বিচারব্যবস্থাসহ সবকিছুই ভেঙে পড়েছিল। প্রধান উপদেষ্টা এমন এক সময় জাপানি সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে একের পর এক উসকানি দিয়ে তাঁর দলীয় সন্ত্রাসীদের সংগঠিত করার চেষ্টা করছেন। দেশ পুনর্নির্মাণকে ক্রমাগতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন। যার প্রতিক্রিয়ায় অত্যাচার ও নিপীড়নের শিকার মানুষের ক্ষোভের মুখে পড়েছে পতিত শাসক ও তার দোসরদের বিভিন্ন স্থাপনা। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করা হলেও লাখো জনতাকে প্রতিহত করা যে সত্যিকার অর্থেই কঠিন, তা এক বাস্তবতা। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেছেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের এমন কিছু করা উচিত হবে না, যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আইনপ্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জাপানি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, তা অভিনন্দনযোগ্য। দেশকে স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ফ্যাসিবাদ রোখারও সেটি প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
জাতীয় নির্বাচন
ফ্যাসিবাদ রোখারও প্রকৃষ্ট উপায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর