প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছেন। জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণে তাঁর আগ্রহ ও প্রয়াসের কথাও তিনি তুলে ধরেছেন। বলেছেন, নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে নতুন সরকার নির্বাচিত হবে, তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর কাজ করার সুযোগ পাবে। তিনি বলেছেন, যে পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সে প্রেক্ষাপটে তিনি মনে করেন তাদের পক্ষে অনেকটাই এগোনো সম্ভব হয়েছে। কারণ একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা তিনি পেয়েছেন। বিচারব্যবস্থাসহ সবকিছুই ভেঙে পড়েছিল। প্রধান উপদেষ্টা এমন এক সময় জাপানি সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে একের পর এক উসকানি দিয়ে তাঁর দলীয় সন্ত্রাসীদের সংগঠিত করার চেষ্টা করছেন। দেশ পুনর্নির্মাণকে ক্রমাগতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন। যার প্রতিক্রিয়ায় অত্যাচার ও নিপীড়নের শিকার মানুষের ক্ষোভের মুখে পড়েছে পতিত শাসক ও তার দোসরদের বিভিন্ন স্থাপনা। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করা হলেও লাখো জনতাকে প্রতিহত করা যে সত্যিকার অর্থেই কঠিন, তা এক বাস্তবতা। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেছেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের এমন কিছু করা উচিত হবে না, যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আইনপ্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জাপানি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, তা অভিনন্দনযোগ্য। দেশকে স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ফ্যাসিবাদ রোখারও সেটি প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
জাতীয় নির্বাচন
ফ্যাসিবাদ রোখারও প্রকৃষ্ট উপায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর