প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছেন। জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণে তাঁর আগ্রহ ও প্রয়াসের কথাও তিনি তুলে ধরেছেন। বলেছেন, নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে নতুন সরকার নির্বাচিত হবে, তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর কাজ করার সুযোগ পাবে। তিনি বলেছেন, যে পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সে প্রেক্ষাপটে তিনি মনে করেন তাদের পক্ষে অনেকটাই এগোনো সম্ভব হয়েছে। কারণ একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা তিনি পেয়েছেন। বিচারব্যবস্থাসহ সবকিছুই ভেঙে পড়েছিল। প্রধান উপদেষ্টা এমন এক সময় জাপানি সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে একের পর এক উসকানি দিয়ে তাঁর দলীয় সন্ত্রাসীদের সংগঠিত করার চেষ্টা করছেন। দেশ পুনর্নির্মাণকে ক্রমাগতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন। যার প্রতিক্রিয়ায় অত্যাচার ও নিপীড়নের শিকার মানুষের ক্ষোভের মুখে পড়েছে পতিত শাসক ও তার দোসরদের বিভিন্ন স্থাপনা। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করা হলেও লাখো জনতাকে প্রতিহত করা যে সত্যিকার অর্থেই কঠিন, তা এক বাস্তবতা। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেছেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের এমন কিছু করা উচিত হবে না, যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আইনপ্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জাপানি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচনের যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, তা অভিনন্দনযোগ্য। দেশকে স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ফ্যাসিবাদ রোখারও সেটি প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক