বাংলাদেশে স্থাবর সম্পত্তি বা জমিজমার গুরুত্ব অপরিসীম। এটিকে মানুষের পরিচিতি বা অস্তিত্বের অনুষঙ্গ বলেও ভাবা হয়। তবে জমিজমা নিয়ে আমাদের দেশে যত অনিয়ম ও যথেচ্ছা চলে, তা দুনিয়ার কোনো অসভ্য সমাজেও ঘটে কি না, সন্দেহ। দেশের আইনশৃঙ্খলা বিশেষত হত্যা ও সংঘর্ষের সিংহভাগ ক্ষেত্রে জমিজমাসংক্রান্ত বিরোধ জড়িত। জমিজমার মালিকানা ও সীমা সংরক্ষণে যে ব্যবস্থা রয়েছে, সেখানেও যুগ যুগ ধরে রয়েছে প্রতারকদের রাজত্ব। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হয় যে ভূমি অফিস, সেখানে সৎ মানুষের খোঁজে অণুবীক্ষণ যন্ত্র নিয়েও ব্যর্থ হতে হবে এমনটি বললেও খুব ভুল হবে না। উৎকোচ না দিলে ভূমি অফিসে কোনো কাজ হয় না, অর্থ নিয়েও ভুক্তভোগীদের ঘোরানো হয় নাকে দড়ি দিয়ে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভূমি জরিপের পাহাড়সম ভুলভ্রান্তির ঘটনা। ভূমি জরিপের ভুল সংশোধনে ঝুলছে চার লাখ মামলা। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার মামলা বিচারাধীন পাঁচ বছরের বেশি সময় ধরে। আর গত পাঁচ বছরে প্রায় ১ লাখ মামলা যোগ হয়েছে জটের খাতায়। এসব মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ১৩টি নতুন ল্যান্ড সার্ভে ও ৫৪টি স্বতন্ত্র আপিল ট্রাইব্যুনাল গঠনের জন্য বিচারক ও কর্মচারীর পদ সৃজনের প্রস্তাবও আটকে আছে দীর্ঘদিন ধরে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারপ্রার্থীদের। সারা দেশে বিআরএস জরিপ শুরু হয় ১৯৮৪ সালে। যেসব এলাকায় যখন জরিপ শেষ হয়, সেসব এলাকায় দেখা দেয় নানা ধরনের ত্রুটিবিচ্যুতি। অদক্ষ মাঠ কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অবহেলায় ভুলে ভরা এসব ভূমি জরিপের খেসারত গুনতে হচ্ছে জমির মালিকদের। কারও জমি পর্চায় আছে তো ম্যাপে নেই। ম্যাপে আছে তো পর্চায় নেই। আবার ম্যাপে থাকলেও শত বছর ধরে যে চৌহদ্দিতে মালিক সম্পত্তি ভোগদখল করে আসছেন, সেভাবে নেই। জমিজমা যেহেতু মানুষের মৌলিক সম্পত্তি এবং এর সঙ্গে আর্থিক স্বার্থের পাশাপাশি মানুষের আবেগও জড়িত, সেহেতু ভূমি জরিপের ভুল সংশোধনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হওয়া জরুরি। যারা ভুলের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনার কথাও ভাবা যেতে পারে।
শিরোনাম
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার