রূপকথার সঙ্গে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং পিছু হটার একটা মিল লক্ষণীয়। মুক্তিযুদ্ধের সময় জ্বলেপুড়ে ছারখার হয়েছিল বাংলাদেশ। এ দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। যেই সেই লোক নন পরাশক্তি যুক্তরাষ্ট্রের মাথা ভাবা হতো যাঁকে, সেই সেক্রেটারি অব স্টেট হেনরি কিসিঞ্জারই খাড়া করেছিলেন তলাবিহীন ঝুড়িতত্ত্ব। ভাবখানা এমন, ওখানে যা দাও না কেন কিছুই ধরে রাখা যাবে না। ওই দেশের ভবিষ্যৎ বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা পারে। কিসিঞ্জারের একসময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম অর্থনীতি। রূপকথার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। এ কৃতিত্ব দেশের রাজনৈতিক সরকারগুলোর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন অবসানের আট মাস পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের সামষ্টিক অর্থনীতি। রাজনৈতিক-সামাজিক পরিস্থিতিতে স্থিতিশীলতা কিছুটা ফিরলেও সংকুচিত হয়ে আসছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসাবাণিজ্যের মন্দার কারণে বাড়ছে বেকারত্ব। নির্বাচন নিয়ে রাজনৈতিক মতভেদের কারণে বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা পড়েছে। যদিও বিনিয়োগ সম্মেলন করে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে বেশির ভাগ বিনিয়োগকারীই রয়েছেন পর্যবেক্ষকের ভূমিকায়। আস্থার সংকট প্রকট আকার ধারণ করেছে দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে। নতুন কোনো শিল্পকারখানা তো হচ্ছেই না; বরং গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। যার ফলে কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক। সোজা কথায় দেশ গত সাড়ে আট মাসেরও বেশি সময় অর্থনৈতিক দিক থেকে রূপকথার ভূতের মতো পেছনের পানে হাঁটছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার ক্ষেত্রেও শুরু হয়েছে অনিশ্চয়তা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই অভ্যুত্থানের অর্জন তা যাতে ব্যর্থ না হয়, তা নিশ্চিত করতে পেছনে নয়, সামনে হাঁটার কৌশল রপ্ত করতে হবে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার