রূপকথার সঙ্গে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং পিছু হটার একটা মিল লক্ষণীয়। মুক্তিযুদ্ধের সময় জ্বলেপুড়ে ছারখার হয়েছিল বাংলাদেশ। এ দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। যেই সেই লোক নন পরাশক্তি যুক্তরাষ্ট্রের মাথা ভাবা হতো যাঁকে, সেই সেক্রেটারি অব স্টেট হেনরি কিসিঞ্জারই খাড়া করেছিলেন তলাবিহীন ঝুড়িতত্ত্ব। ভাবখানা এমন, ওখানে যা দাও না কেন কিছুই ধরে রাখা যাবে না। ওই দেশের ভবিষ্যৎ বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা পারে। কিসিঞ্জারের একসময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম অর্থনীতি। রূপকথার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। এ কৃতিত্ব দেশের রাজনৈতিক সরকারগুলোর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন অবসানের আট মাস পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের সামষ্টিক অর্থনীতি। রাজনৈতিক-সামাজিক পরিস্থিতিতে স্থিতিশীলতা কিছুটা ফিরলেও সংকুচিত হয়ে আসছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসাবাণিজ্যের মন্দার কারণে বাড়ছে বেকারত্ব। নির্বাচন নিয়ে রাজনৈতিক মতভেদের কারণে বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা পড়েছে। যদিও বিনিয়োগ সম্মেলন করে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে বেশির ভাগ বিনিয়োগকারীই রয়েছেন পর্যবেক্ষকের ভূমিকায়। আস্থার সংকট প্রকট আকার ধারণ করেছে দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে। নতুন কোনো শিল্পকারখানা তো হচ্ছেই না; বরং গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। যার ফলে কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক। সোজা কথায় দেশ গত সাড়ে আট মাসেরও বেশি সময় অর্থনৈতিক দিক থেকে রূপকথার ভূতের মতো পেছনের পানে হাঁটছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার ক্ষেত্রেও শুরু হয়েছে অনিশ্চয়তা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই অভ্যুত্থানের অর্জন তা যাতে ব্যর্থ না হয়, তা নিশ্চিত করতে পেছনে নয়, সামনে হাঁটার কৌশল রপ্ত করতে হবে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
অর্থনীতিতে বিসংবাদ
এগিয়ে যাওয়ার কৌশল রপ্ত করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর