রূপকথার সঙ্গে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং পিছু হটার একটা মিল লক্ষণীয়। মুক্তিযুদ্ধের সময় জ্বলেপুড়ে ছারখার হয়েছিল বাংলাদেশ। এ দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। যেই সেই লোক নন পরাশক্তি যুক্তরাষ্ট্রের মাথা ভাবা হতো যাঁকে, সেই সেক্রেটারি অব স্টেট হেনরি কিসিঞ্জারই খাড়া করেছিলেন তলাবিহীন ঝুড়িতত্ত্ব। ভাবখানা এমন, ওখানে যা দাও না কেন কিছুই ধরে রাখা যাবে না। ওই দেশের ভবিষ্যৎ বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা পারে। কিসিঞ্জারের একসময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম অর্থনীতি। রূপকথার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। এ কৃতিত্ব দেশের রাজনৈতিক সরকারগুলোর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন অবসানের আট মাস পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের সামষ্টিক অর্থনীতি। রাজনৈতিক-সামাজিক পরিস্থিতিতে স্থিতিশীলতা কিছুটা ফিরলেও সংকুচিত হয়ে আসছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসাবাণিজ্যের মন্দার কারণে বাড়ছে বেকারত্ব। নির্বাচন নিয়ে রাজনৈতিক মতভেদের কারণে বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা পড়েছে। যদিও বিনিয়োগ সম্মেলন করে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে বেশির ভাগ বিনিয়োগকারীই রয়েছেন পর্যবেক্ষকের ভূমিকায়। আস্থার সংকট প্রকট আকার ধারণ করেছে দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে। নতুন কোনো শিল্পকারখানা তো হচ্ছেই না; বরং গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। যার ফলে কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক। সোজা কথায় দেশ গত সাড়ে আট মাসেরও বেশি সময় অর্থনৈতিক দিক থেকে রূপকথার ভূতের মতো পেছনের পানে হাঁটছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার ক্ষেত্রেও শুরু হয়েছে অনিশ্চয়তা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই অভ্যুত্থানের অর্জন তা যাতে ব্যর্থ না হয়, তা নিশ্চিত করতে পেছনে নয়, সামনে হাঁটার কৌশল রপ্ত করতে হবে।
শিরোনাম
- ‘মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় আলোচিত নামগুলো কারা?
- আইফোন ১৭-কে টপকে যাবে অ্যান্ড্রয়েড?
- 'একজন যোদ্ধা', ইরফানকে নিয়ে যা বললেন ছেলে বাবিল
- “সবাই খুনি”—সীমা পাহওয়ার বলিউড ত্যাগের নেপথ্য ক্ষোভ
- গাজীপুরে স্বাস্থ্যসেবা টেকসই করতে ওরিয়েন্টেশন সভা
- রেনাটার পৃষ্ঠপোষকতায় ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ
- ফেনীতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট
- বাংলাদেশে আনুষ্ঠানিক অনুমোদন পেল স্টারলিংক
- পরশুরামে সিএনজি চুরির হিড়িক, ঘরের তালা ভেঙে উধাও
- সুবর্ণা, শাওনসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
- ‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো’
- আরাকান আর্মির বন্দিদশা থেকে ২০ দিন পর দেশে ফিরলেন মুফিজ
- গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার
- নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০
- সচিবালয়ে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
- ভারতে পাঠ্যবই থেকে বাদ মোগল-সুলতানি ইতিহাস
- কাশ্মীর ইস্যু: প্রতিশোধ নিতে সামরিক হামলার ‘সবুজ সংকেত’ দিলেন মোদি
- শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
- ২০ দিন পর আরাকান আর্মির বন্দিদশা থেকে ফিরলেন মুফিজুর রহমান
- যশোরে গৃহবধূ হত্যায় স্বামী ও সৎ ছেলে গ্রেফতার
অর্থনীতিতে বিসংবাদ
এগিয়ে যাওয়ার কৌশল রপ্ত করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর