মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রায় দেড় হাজার বছর আগে বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক মিটিয়ে দাও। হাদিসটিতে নির্দেশনা অত্যন্ত স্পষ্ট যে, শ্রমিকদের বেতন সময়মতো দিতে হবে। সময়ের পরিবর্তিত প্রেক্ষাপটে আজ এর সঙ্গে মানবিক যৌক্তিক দাবি হচ্ছে- শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিক সময়মতো পরিশোধ করা নিয়োগকর্তার অবশ্যকর্তব্য। কিন্তু বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে আকছার উপেক্ষিত হয় বলেই বঞ্চনা-বিড়ম্বনার শিকার শ্রমিকদের আপত্তি-প্রতিবাদ-বিক্ষোভ প্রায়ই লক্ষ করা যায় শ্রমঘন শিল্প-বাণিজ্যে। এ নতুন কোনো ঘটনা নয়। যুগ যুগ ধরে উদ্যোক্তাদের গলা শুকিয়েই থাকে, অন্যদিকে তাদের কর্মীদের অশ্রু শুকায় না। এ ধরনের উদ্যোক্তারা একসময় হারিয়ে যান। আর দায়িত্বশীলরা ক্রমে সমৃদ্ধ ও সম্প্রসারিত হন। ভূমিকা রাখেন জাতীয় অর্থনীতিতে। কারণ সহাস্যবদনের শ্রমিক আনন্দের সঙ্গে যেভাবে কাজ করার উৎসাহ পাবেন, আধা পেটা বেজার মুখের শ্রমিকের পক্ষে তা সম্ভব নয়। এজন্যই শ্রম ক্ষেত্রে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যাবশ্যক। আশার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞ হাতে নিয়েছে, তার মধ্যে রয়েছে শ্রম সংস্কারও। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত সোমবার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিক ও প্রতিনিধিদের সামনে শ্রম সংস্কার অগ্রগতির কার্যক্রম তুলে ধরেন। এ-সংক্রান্ত ভবিষ্যৎ রোডম্যাপও উপস্থাপন করেন। কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন। স্মর্তব্য, শ্রম অধিকার এখন বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত শুল্কনীতির মতোই বাণিজ্যসংক্রান্ত বিষয় এবং বাজার প্রবেশাধিকারের সঙ্গে সম্পর্কিত। বস্তুত যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটেই শ্রম সংস্কার ও জবাবদিহিকে অগ্রাধিকার দিতে হবে। যে জাতি যত উদ্যমী-পরিশ্রমী ও শ্রমবান্ধব, তারা তত উন্নত-সমৃদ্ধ। এ মনোভাব ধারণ এবং মাঠপর্যায়ে দ্রুত এ-সংক্রান্ত আইনের বাস্তবায়ন প্রয়োজন। পূর্বের শ্রম-অধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলোর তদন্ত, জবাবদিহি, প্রতিকারও জরুরি। উন্নত বিশ্বের বিভিন্ন বাজারে আমাদের পণ্য প্রবেশাধিকারে এটা পূর্বশর্তও বটে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ। সে কারণে দেশে চলতি শ্রম আইন সংস্কারের প্রচেষ্টা শতভাগ সময়োপযোগী ও সফল এবং শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদি রক্ষাকবচ হোক- প্রত্যাশা সব অংশীজনের।
শিরোনাম
- পরিচিত সবজি পটলের আছে নানা স্বাস্থ্যগুণ
- পরিচিত সবজি পটলের আছে নানা স্বাস্থ্যগুণ
- রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ
- তিন সংস্করণে অভিন্ন প্রধান কোচের পথে হাঁটল দক্ষিণ আফ্রিকা
- জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় ১ জুন
- চাঁপাইনবাবগঞ্জে অবরোধ কর্মসূচি স্থগিত, ট্রেন চলাচল স্বাভাবিক
- এনবিআর ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ: সেলিম রহমান
- ‘এনবিআর কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাওয়ার শঙ্কা আছে’
- ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
- নাম্বার ওয়ান হতে চান মিরাজ
- নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের
- বিনিয়োগ পরিবেশ তৈরির পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে বিডা'র সভা
- বক্স অফিসে কত আয় করল অজয়ের ‘রেইড টু’?
- দুর্নীতি মামলায় জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গৃহীত
- সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি
- কানাডার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা
- বিশ্বের ‘দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই
শ্রম সংস্কার
শ্রমিকদের জন্য হোক সুরক্ষাকবচ
প্রিন্ট ভার্সন
