বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর দেওয়া এই ভার্চুয়ালি বক্তব্য সময়ের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। রাজনীতিতে ভিন্ন মতের সহাবস্থানই গণতন্ত্রের সৌন্দর্য। এক দলের সঙ্গে অন্য দলের মতপার্থক্য থাকবেই। কিন্তু এ মতপার্থক্যের কারণে রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়। কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের চর্চা অনিবার্য হয়ে ওঠে। রাজনৈতিক শক্তির অশোভনীয় দ্বন্দ্বের সুযোগে কখনো ওয়ান-ইলেভেন, কখনো অন্তর্বর্তীর আগমন ঘটে। সেনাশাসকদের কাছে জিম্মি হয়ে পড়ে দেশের মানুষ। যার খেসারত দিতে হয় রাজনীতিকদের। এক বছর আগে গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের পতন কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। প্রতিপক্ষকে দমন, নির্বাচনব্যবস্থার ওপর শাসক গোষ্ঠীর ভ্রুকুটির অনিবার্য পরিণতি ছিল গণ অভ্যুত্থান। বিএনপির শীর্ষ নেতা অতীতের ভুলভ্রান্তি কাটিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন। বলেছেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে। কোনো ইস্যুতেই রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। রাজনৈতিক দলের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। তা দূর করতে আমাদের আলোচনাও চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সে লক্ষ্যে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বাস করতে হবে, ‘ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। বলেন, ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরা নিরাপদ ছিল না। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল। চব্বিশের গণ অভ্যুত্থানের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না। গণতন্ত্রের পথে পথযাত্রায় বিএনপির শীর্ষ নেতার আহ্বান সব গণতন্ত্রপ্রেমী দল এবং রাজনৈতিক নেতা-কর্মীদের অনুকরণীয় হয়ে উঠবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- খাগড়াছড়ির গহীন জঙ্গলে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র উদ্ধার
- ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ
- নেত্রকোনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা
- প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আমিরাত সুন্দরী
- আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি, নতুন 'কয়েন' আনছে যুক্তরাষ্ট্র
- গুমের কয়েক মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহেই : চিফ প্রসিকিউটর
- এক মাস না যেতেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
- নরসিংদীতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
- বিশ্বের প্রথম ‘বিটকয়েন জাতি’ এল সালভাদর: নেপথ্যে যে ঘটনা
- উস্কানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় সক্ষম যুদ্ধজাহাজ পরিদর্শন কিমের
- ভাড়াটে লোক দিয়ে নিজ দোকানে ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার
- ৭৩০ দিনের গণহত্যা: ২ লাখ টন বোমা ফেলেছে ইসরায়েল, নিহত ৭৬ হাজারের বেশি
- নেতানিয়াহুকে ট্রাম্পের ‘এফ-শব্দে’ তিরস্কার: ‘তুমি এত নেতিবাচক কেন?’
- ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, পুলিশি হেফাজতে মা
- সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি
- উপসর্গ থাকলেও গাইবান্ধায় নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়
- সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের কষ্ট করতে হবে না : রুমিন ফারহানা
- পরশুরামে ভারতীয় মদসহ চিহ্নিত মাদক কারবারি আটক
রাজনীতিতে সহাবস্থান
গণতন্ত্রের সৌন্দর্য নিশ্চিত করে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর