চাঁদাবাজির বিস্তার ঘটেছে ভয়ংকরভাবে। ধনীনির্ধন কেউ রক্ষা পাচ্ছে না চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে। অসংখ্য ব্যবসায়ী-শিল্পপতি-আমলা, পতিত সরকারের পদধারীরা চাঁদাবাজির টার্গেটে পরিণত হচ্ছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, যে তরুণ তুর্কিরা ছিলেন জুলাই বিপ্লবের অগ্রণী সৈনিক, তাদেরও কাউকে কাউকে দেখা যাচ্ছে দুর্বৃত্তদের কাতারে। শনিবার ভোরে রাজধানীর উত্তরায় ছাত্র-সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করে সেনাবাহিনী। আরও রোমহর্ষক ঘটনাটা ঘটল সেদিন রাজধানীর মিরপুরে। যাত্রীবাহী বাস থামিয়ে অস্ত্রধারীরা গুলি ছুড়ে আগুন ধরিয়ে দিল। পরিবহনমালিকের কাছে চাঁদা দাবি করে না পেয়েই তারা এ নাশকতা চালায়। এর কদিন আগে পল্লবী বেনারসি পল্লির এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই চক্র। ব্যবসায়ী থানায় মামলা করে আরও বিপাকে পড়েন। ক্ষুব্ধ চাঁদাবাজদের হুমকিতে গোটা পরিবার এখন মহা আতঙ্কে। মিরপুরের এক ব্যবসায়ীর আক্ষেপ-রাস্তার পাশে দোকান বসানোর জন্য আগে যে চাঁদা দিতে হতো, এখন তার চেয়ে বেশি দিতে হয়। আগে যারা নিত তারা পলাতক। দ্রুত তৈরি হওয়া নতুন দল চাঁদার রেট বাড়িয়ে দিয়েছে। অবস্থাটা গরম কড়াই থেকে জ্বলন্ত চুলায় পড়ার মতো। চাঁদাবাজির এমন চিত্র গোটা দেশেই। ক্রমেই তাদের নিষ্ঠুরতার মাত্রা বাড়ছে। চাঁদা না দিলে গুলি করছে, আগুন দিচ্ছে। দেশটা যেন সর্বসাধারণের জন্য আতঙ্কের জনপদ আর দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হতে চলেছে! অপরাধ বিশ্লেষকদের মতে, পুলিশের নির্লিপ্ত ভূমিকার সুযোগেই চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে। আগুনে ঘি ঢেলেছে অভ্যুত্থানের পক্ষের শক্তির অনেকে চাঁদাবাজি, দখলদারি, ঘুষ-বাণিজ্যসহ নানা অপরাধে জড়িয়ে পড়ায়। এদের সবার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা না নেওয়া হলে, রাজনৈতিক পরিচয়ে অপরাধ আরও বাড়বে। আর তাদের ঢাল করে পেশাদার দুবর্ৃৃত্তরা আরও আগ্রাসি হয়ে ওঠার চেষ্টা করবে। সার্বিক অবস্থা বেসামাল হয়ে ওঠার আগেই প্রশাসনের শক্ত পদক্ষেপ ও যৌথ বাহিনীর অভিযানে দুর্বৃৃত্তায়ন নির্মূল জরুরি। না হলে আজকে বাসের আগুন, কাল বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ার দুঃসাহস দেখাবে। যা হওয়া উচিত নয়।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বেপরোয়া চাঁদাবাজি
প্রতিরোধে প্রয়োজন কঠোর পদক্ষেপ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর