ভালো নেই দেশের অর্থনীতি। অবস্থা এতটাই নাজুক যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতে বাধ্য হয়েছেন, এমন পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা কল্পনার শামিল। দেশের আর্থিক খাত কিছুটা স্থিতিশীল হওয়া সত্ত্বেও রাজনৈতিক স্থিতিশীলতা অনুপস্থিত। নিরাপত্তা পরিস্থিতিও অনিশ্চিত। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ভাষ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানো দরকার। কিন্তু সে ক্ষেত্রে গত এক বছরে ইতিবাচক খবর নেই। চলতি বছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার আরও কমার আভাস দিয়েছে বিশ্বব্যাংক, আইএমএফ। সরকারি গবেষণা সংস্থা বিবিএসও বলছে, জিডিপি প্রবৃদ্ধি কমবে। এক বছর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের সামষ্টিক অর্থনীতি ছিল বেশ নাজুক। হাসিনা সরকারের পতনের সময় অর্থনীতির বেশির ভাগ সূচকই ছিল নেতিবাচক। এখনো যে অবস্থার খুব একটা পরিবর্তন হয়েছে, তা নয়। শুধু মূল্যস্ফীতির চাপ তথা দ্রব্যমূল্যের বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। ভালো অবস্থানে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যা সম্ভব হয়েছে প্রবাসীরা বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠানোর ফলে। মূলধনি যন্ত্রপাতি আমদানি হ্রাস পাওয়ায় বৈদেশিক মুদ্রার খরচ কমায় রিজার্ভ বেড়েছে। অবশ্য এ সময়ে সরকারকে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়েছে। গেল এক বছরে সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচক যেমন কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায়, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগসহ কোনো সূচকই স্বস্তিদায়ক নয়, সরকার বাধ্য হয়েছে সংকোচনমূলক মুদ্রানীতি বহাল রাখতে। ২০২৫ সালে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে। জুলাই অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি যথেচ্ছতার ফাঁদ থেকে মুক্তি পাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সে আশা দুরাশায় পরিণত হয় মব জাস্টিসের নামে ইতিহাসের নিকৃষ্টতম মব ভায়োলেন্সের কারণে। চাঁদাবাজি ও সন্ত্রাসের ভয়ে বন্ধ হয়ে যায় বিপুলসংখ্যক শিল্প-প্রতিষ্ঠান। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার বদলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি অর্থনীতিতে দুরবস্থা নিশ্চিত করেছে। যার অবসানে দেরিতে হলেও অন্তর্বর্তী সরকারকে সচেতন হতে হবে।
শিরোনাম
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা
- রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
ভালো নেই অর্থনীতি
দেরিতে হলেও সচেতন হোন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর