[বিঃদ্রঃ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও]
১. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
উত্তর : মণিদের বিজ্ঞান ক্লাসে আজ পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্যার বললেন, 'পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারদিকে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে প্রোটন ও নিউট্রন। এদের মধ্যে নিউক্লিয় বল কাজ করে।'
ক. বল কাকে বলে? ১
খ. বলের প্রভাবে কী ঘটতে পারে লিখ। ২
গ. পরমাণুতে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এখানে কী ধরনের বল কাজ করে- ব্যাখ্যা কর। ৩
ঘ. শক্তিশালী নিউক্লিয় বল আকর্ষণধর্মী- তোমার মতামত বিশ্লেষণ কর। ৪
২. দ্রবণ দুটি লক্ষ্য কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. টেস্ট টিউবের দ্রবণে লাল লিটমাস কাগজ ডুবালে তা নীল হয়ে যায়।
খ. টেস্ট টিউবে লাল লিটমাস কাগজ ডুবালে কোনো পরিবর্তন হয় না। কিন্তু নীল লিটমাস কাগজ ডুবালে তা লাল হয়ে যায়।
ক. অ্যামোনিয়াম সালফেটের সংকেত লিখ। ১
খ. ক ও খ দ্রবণের বৈশিষ্ট্যমূলক পার্থক্য দেখাও। ২
গ. ক. দ্রবণের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. খ দ্রবণটির অবদান প্রাত্যহিক জীবনে কতটুকু তা মূল্যায়ন কর। ৪
৩. তড়িৎ এক প্রকার শক্তি। আমাদের প্রাত্যহিক জীবনে তড়িতের ব্যবহার অপরিসীম। তড়িৎ প্রবাহিত করে কোন দ্রবণে থেকে এর উপাদানগুলো আলাদা করা যায়। এ পদ্ধতি ব্যবহার করে তড়িৎ প্রলেপন, তড়িৎ মুদ্রণ ধাতু নিষ্কাশন ইত্যাদি কাজ করা যায়।
ক. তড়িৎ ক্ষমতা কাকে বলে? ১
খ. তড়িৎ প্রলেপন বলতে কি বুঝ? ২
গ. ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ৩
ঘ. ধাতুর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় বিশ্লেষণ কর। ৪
৪. বর্তমান বিশ্বে জীবপ্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অত্যন্ত জনপ্রিয়। এই প্রযুক্তির ফলে আমূল পরিবর্তন হয়েছে কৃষি ক্ষেত্রে ও ওষুধ শিল্পে। আবিষ্কৃত হয়েছে একটি জীব থেকে হুবহু প্রতিরূপ তৈরির উপায়। উদ্ভাবিত হয়েছে উন্নত প্রাণী ও উদ্ভিদ।
ক. মানুষের অন্ত্রে কোন ব্যাকটেরিয়া বাস করে। ১
খ. এনজাইমের ব্যবহার লিখ। ২
গ. উদ্দীপকে উলি্লখিত একটি জীব হতে হুবহু প্রতিরূপ তৈরির উপায় লিখ। ৩
ঘ. ওষুধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার আলোচনা কর। ৪
৫. রুমি রাত জেগে পড়াশোনা করে। শাকসবজি একদমই খায় না। ইদানীং রাতে সে ভালো দেখতে পায় না। বাবা মা চিন্তিত হয়ে পড়লেন। তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে শাকসবজি খাওয়ার পরামর্শ দিলেন।
ক. ভিটামিন বি কমপ্লেঙ্ কী? ১
খ. ভিটামিন দেহের জন্য প্রযোজন কেন? ২
গ. রুমির কী রোগ হয়েছে? ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোন কোন শাকসবজি খাওয়া প্রয়োজন? ৩
ঘ. রুমির সমস্যাগুলো আমাদের যেন না হয় সে জন্য আমাদের কী করা উচিত- বিশ্লেষণ কর।
৬. শশী রাস্তায় হাঁটার সময় দেখতে পেল একটি লিফলেটে লেখা আছে- 'পলিথিন ক্ষতিকারক পলিমার, এর ব্যবহার বন্ধ করুন' কিন্তু বাজারে গিয়ে দেখল অহরহ পলিথিনের ব্যবহার চলছে। দোকানিরা অবাধে পলিথিন ব্যববার করছে। শশী জানতে পারল যে এই পলিথিন মাটিতে মেশে না এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে।
ক. পলিমার কী? ১
খ. পলিথিন কিভাবে তৈরি করা হয়? ২
গ. পলিথিনের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা কর। ৩
ঘ. পলিথিন কি মনোমার না পলিমার? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। ৪
৭. মা রান্নাঘরে রান্না করছিলেন। মিজান রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করল- রান্না করার গ্যাস কোথা থেকে আসে? মা বললেন, এ গ্যাস প্রাকৃতিক গ্যাস যা 'নির্দিষ্ট উৎস হতে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়।'
ক. জিপসামের সংকেত কী? ১
খ. প্রাকৃতিক গ্যাস কেন প্রক্রিয়াকরণ করা হয়? ২
গ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ কর। ৩
ঘ. আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস আছে তা কি অফুরন্ত? আলোচনা কর। ৪
৮. বুড়িগঙ্গা নদীর চারপাশে বেশ কয়েকটি বিভিন্ন প্রকার শিল্পকারখানা গড়ে উঠেছে। এ নদীতে ইঞ্জিনচালিত নৌকা, লঞ্চ চলাচল করে। এ সব কারণে নদীর পানি দূষিত হয়ে পড়ছে এবং এ নদীতে 700L পানিতে অক্সিজেনের পরিমাণ প্রায় 2 mg ফলে নদীর পানি পান ও গোসল করার ফলে টাইফয়েড, আমাশয়, কিডনি রোগ এবং বিভিন্ন প্রকার চর্ম রোগ দেখা দিচ্ছে।
ক. অ্যামোনিয়ার গাঠনিক সংকেত লিখ। ১
খ. পানি একটি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য যথেষ্ট কিনা- ব্যাখ্যা কর। ৩
ঘ. উপরিউক্ত রোগসমূহ হওয়ার পিছনে উক্ত নদীর পানি কিভাবে দায়ী? এর সমাধান কী হতে পারে- মতামত দাও। ৪
৯. একটি বস্তুস্থির অবস্থায় আছে। লিটন সেটিকে ধাক্কা দিয়ে সরাতে গিয়ে গড়ে গেল। পরে মামুন সেটিকে সরিয়ে ফেলল। এ ক্ষেত্রে বস্তুটির ওপর মামুনের প্রযুক্ত বল ৪০ নিউটন।
ক. নিউটনের দ্বিতীয় সূত্রটি কী? ১
খ. বল বস্তুর ভর ও ত্বরণ উভয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা কর। ২
গ. ২০ কেজি ভরের কোন বস্তুর উপর ৪০ঘ বলপ্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে? ৩
ঘ. বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই সূত্র থেকে কীভাবে বল পরিমাপ করা যায়? বিশ্লেষণ কর। ৪