সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

৩৬তম বিসিএস প্রিলি. প্রস্তুতি

শামসুল আলম
শিক্ষক, বিসিএস গাইডলাইন

৩৬তম বিসিএস প্রিলি. প্রস্তুতি

১. কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?

ক. সেন আমলে খ. গুপ্ত আমলে

গ. পাঠান আমলে ঘ. পাল আমলে

২. কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা-

ক. হায়াত মাহমুদ খ. বাহরাম খান

গ. আলাওল ঘ. শেররাজ

৩. প্রসূন এর প্রতিশব্দ হলো-

ক. ভ্রমর খ. পল্লী গ. ফল ঘ. পুষ্প

৪. 'সে বলতে চায় তথাপি বলে না'- এটি কোন শ্রেণির বাক্য?

ক. সরল বাক্য খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য ঘ. ব্যাসবাক্য

৫. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. দুল+অনা খ. দোল্+না

গ. দোল+অনা ঘ. দোলনা+অ

৬. 'জয়গুন'কোন উপন্যাসের চরিত্র?

ক. সূর্যদীঘল খ. সারেং বউ

গ. মৃত্যু ক্ষুধা ঘ. চাঁদের অমাবস্যা

৭. মাইকেল মধুসূদনের নাটক কোনটি?

ক. শকুন্তলা খ. শর্মিষ্ঠা

গ. ভদ্রার্জুন ঘ. রাবণবধ

৮. মুনীর চৌধুরীর 'মীর মানস' কোন জাতীয় গ্রন্থ?

ক. উপন্যাস খ. প্রবন্ধ

গ. নাটক ঘ. স্মৃতিকথা

৯. 'নীরস' এর সন্ধি বিচ্ছেদ করুন

ক. নিঃ+রস খ. নীঃ+রস

ঘ. নী+রস ঘ. নিঃ+অস

১০. 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. উর্ধ্বটান খ. প্রশান্ত

গ. উঁচুনিচু ঘ. উত্তাল

১১. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ক. অজ খ. অতি গ. ফি ঘ. খাস

১২. আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়?

ক. মাদারীপুর খ. শরীয়তপুর

গ. গোপালগঞ্জ ঘ. রাজবাড়ী

১৩. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসংগিত হয়?

ক. পরাগত খ. মধ্যগত

গ. প্রগত ঘ. অনোন্য

১৪. 'তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।'-কোন কবির রচনা?

ক. আলাওল খ. সৈয়দ সুলতান

গ. আবদুল হাকিম ঘ. আমির হামজা

১৫. কবি কায়কোবাদের সঠিক জন্ম সাল কোনটি?

ক. ১৮৫৮ খ্রি. খ. ১৮৫৭ খ্রি.

গ. ১৮৬৭ খ্রি. ঘ. ১৮৭৭ খ্রি.

১৬. 'আমার সোনার বাংলা' রবীন্দ্রসংগীত এর প্রথম কত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত?

ক. ৬ খ. ৮ গ. ১০ ঘ. ১২

১৭. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে-

ক. শব্দ খ. বর্ণ গ. বাক্য ঘ. অক্ষর

১৮. 'প্রিয়ংবদা' শব্দটি কোন সমাস?

ক. বহুব্রীহি খ. উপপদ তৎপুরুষ

গ. রূপক কর্মধারয় ঘ. ষষ্ঠী তৎপুরুষ

১৯. কোন বানানটি শুদ্ধ?

ক. বুদ্ধিজিবী খ. বুদ্ধিজিবি

গ. বুদ্ধিজীবী ঘ. বুদ্ধিজীবি

২০. রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে?

ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১৭ ঘ. ১৯১৯

২১. 'মকমক' হলো-

ক. ব্যাঙের ডাক খ. মথমল

গ. মেঘের ধ্বনি ঘ. মিষ্টি ফল

২২. ‘Tree without roots’ কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ-

ক. বিষবৃক্ষ খ. বিষাদ সিন্ধু

গ. লালসালু ঘ. নীলদর্পণ

২৩. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন-

ক. তুর্কি শাসকবর্গ খ. মুঘল সম্রাট

গ. পাঠান সুলতানগণ ঘ. সংস্কৃত পণ্ডিতগণ

উত্তরমালা : ১.ক ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ক ৭.খ ৮.খ ৯.ক ১০.খ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.খ ১৮.খ ১৯.গ ২০.ঘ ২১.ক ২২.গ।

 

সর্বশেষ খবর