নবম অধ্যায়
পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন
ব্যয় ও বিক্রয়মূল্য
বহুনির্বাচনী প্রশ্ন
১. কারখানা ব্যয় নিরূপণ উৎপাদন ব্যয় বিবরণীর কোন স্তর?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চূড়ান্ত
২. ক্রয়মূল্য নির্ধারণে নিম্নের কোন উপাদানটি বিবেচনা করতে হয়?
ক. বাড়ি ভাড়া খ. ট্রাক ভাড়া
গ. দোকান ভাড়া ঘ. গুদাম ভাড়া
৩. উৎপাদিত পণ্যের ফরমায়েশ সংগ্রহের ব্যয় কোন ধরনের ব্যয়?
ক. প্রত্যক্ষ ব্যয় খ. কারখানা উপরিব্যয়
গ. প্রশাসনিক উপরিব্যয় ঘ. বিক্রয় উপরিব্যয়
৪. কোনো চুক্তির ঠিকাকার্য পাওয়ার জন্য যে খরচ হয়, তা হলো-
ক. কারখানার উপরিব্যয় খ. পরোক্ষ খরচ
গ. আরোপণযোগ্য খরচ ঘ. প্রশাসনিক খরচ
৫। ঢেউটিন তৈরির প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?
ক. লোহার পাত খ. লোহা
গ. পেরেক ঘ. স্টিলের পাত
৬. পণ্য ক্রয়ের সঙ্গে কোনটি করা হয় না?
ক. ক্রয় পরিবহন খ. আমদানি শুল্ক
গ. ডক চার্য ঘ. বিজ্ঞাপন
৭. মাটির বহন খরচ হলো-
ক. প্রশাসনিক উপরিব্যয় খ. উৎপাদন ব্যয়
গ. প্রত্যক্ষ খরচ ঘ. পরোক্ষ খরচ
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব ইমরান ১,০০০টি বলপেন ৬,০০০ টাকায় ক্রয় করে এর জন্য ২০০ টাকা যাতায়াত খরচ এবং অন্যান্য ব্যয় ১০০ টাকা প্রদান করেন।
৮. প্রতিটি বলপেনের ক্রয়মূল্য কত?
ক. ৬.০০ টাকা খ. ৬.১০ টাকা
গ. ৬.২০ টাকা ঘ. ৬.৩০ টাকা
৯. আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির ফলে-
i. ক্রয়মূল্য বাড়বে
ii. বিক্রয়মূল্য বাড়বে
iii. ভোক্তা প্রভাবিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. মোট ব্যয়ের সঙ্গে কোনটি যোগ করে বিক্রয়মূল্য নির্ণয় করা হয়?
ক. প্রত্যক্ষ খরচসমূহ খ. পরোক্ষ খরচসমূহ
গ. মুনাফা ঘ. উপরিব্যয়সমূহ
১১. বিক্রয়ের ওপর লাভের হার ২৫% হলে ক্রয়মূল্যের ওপর লাভের হার কত?
ক. ১৬.৬৭% খ. ২০%
গ. ৩৩.৩৩% ঘ. ৫০%
১২. মোট ব্যয় থেকে ক্ষতি বাদ দিলে কী পাওয়া যায়?
ক. উৎপাদন ব্যয় খ. ক্রয়মূল্য
গ. বিক্রয়মূল্য ঘ. বিক্রীত পণ্যের ব্যয়
১৩. কীভাবে প্রত্যাশিত মুনাফা অর্জন করা সম্ভব?
ক. পরিকল্পনা করে
খ. ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে
গ. উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করে
ঘ. অবচয় যোগ করে
১৪. আরোপণযোগ্য খরচের অন্তর্ভুক্ত হলো-
i. কারখানার উপরিব্যয়
ii. বিক্রয় ও বিতরণ খরচ
iii. অফিস ও প্রশাসনিক খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. উৎপাদন ব্যয়ের ওপর প্রতিষ্ঠানের কী নির্ভর করে?
ক. সুনাম খ. মর্যাদা
গ. নিয়মনীতি ঘ. অস্তিত্ব ও সাফল্য
১৬. উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
১৭. প্রত্যক্ষ শ্রমব্যয় + কারখানার উপরিব্যয় = কোনটি?
ক. মুখ্য ব্যয় খ. উৎপাদন ব্যয়
গ. কারখানা ব্যয় ঘ. রূপান্তর ব্যয়
১৮. উৎপাদন ব্যয়ের শেষ স্তর কোনটি?
ক. মোট ব্যয় খ. উৎপাদন ব্যয়
গ. কারখানা ব্যয় ঘ. বিক্রয়মূল্য
১৯. প্রত্যক্ষ খরচ হলো-
i. পরিবহন
ii. বীমা
iii. কুলি মজুরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. উৎপাদন ব্যয়ের উপাদান প্রধানত কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২১. উৎপাদন ব্যয়ের প্রধান উপাদান কোনটি?
ক. নগদ অর্থ খ. শ্রমিক
গ. কাঁচামাল ঘ. যন্ত্রপাতি
২২. আসবাবপত্রের প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?
ক. কাঠ খ. করাত
গ. স্ক্রু ঘ. সবগুলো
২৩. পরোক্ষ কাঁচামাল হলো-
i. শার্ট তৈরির বোতাম
ii. আসবাবপত্র তৈরির পেরেক
iii. জুতা তৈরির আঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. মজুরি কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জাম-কাপড় প্রস্তুতকারক জনাব আমিন ১,২০০ পিস জামা তৈরির জন্য ৬০০ টাকার কাঁচামাল ক্রয় করেন এবং ১,২০০ টাকা মজুরি প্রদান করেন।
২৫. জামা-কাপড়ের মুখ্য ব্যয় কত টাকা?
ক. ১,৮০০ টাকা খ. ১,৪০০ টাকা
গ. ১,২০০ টাকা ঘ. ৬০০ টাকা
২৬. প্রতিটি জামার বিক্রয়মূল্য নির্ধারণে বিবেচনা করতে হবে-
i. ভোক্তাদের চাহিদা
ii. প্রত্যাশিত মুনাফা
iii. মোট ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?
ক. বিদ্যুৎ খরচ খ. যাতায়াত খরচ
গ. প্যাকিং খরচ ঘ. বেতন প্রদান
২৮. ভ্যাট কোন জাতীয় ব্যয়?
ক. মূলধন জাতীয় খ. মুনাফা জাতীয়
গ. পরোক্ষ ব্যয় ঘ. প্রত্যক্ষ ব্যয়
২৯. কোনটি কারখানার উপরিব্যয়?
ক. যন্ত্রপাতির অবচয়
খ. আসবাবপত্রের অবচয়
গ. ভাড়া
ঘ. ক্রয় পরিবহন
৩০. মুখ্য ব্যয়ের সঙ্গে কোনটি যোগ করলে উৎপাদন ব্যয় পাওয়া যায়?
ক. কারখানার উপরিব্যয়
খ. কারখানা ব্যয়
গ. প্রশাসনিক উপরিব্যয়
ঘ. বিক্রয় উপরিব্যয়
৩১. বিক্রয় উপরিব্যয় কোনটি?
ক. মেরামত খরচ খ. কারখানার ভাড়া
গ. অফিসের বিদ্যুৎ বিল
ঘ. পণ্যের নমুনা বিতরণ
৩২. প্রত্যক্ষ শ্রমিকের উদাহরণ হলো-
i. মেশিন চালক
ii. মিশ্রণকারী
iii. মেরামতকর্মী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. মুখ্য ব্যয়ের সঙ্গে মোট উপরিব্যয় যোগ করলে কী পাওয়া যায়?
ক. মোট ব্যয় খ. নিট মুনাফা
গ. নিট ক্রয়মূল্য ঘ. মোট বিক্রয়মূল্য
উত্তর : ১.গ ২.খ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.ক ১০.গ ১১.গ ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ক ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.ক ৩০.ক ৩১.ঘ ৩২.ক ৩৩.ক