শিক্ষাঙ্গনে নেতৃত্বের বিকাশ, গণতন্ত্রের চর্চা, মত প্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম নির্বাচিত ছাত্র সংসদ। ১৯৯৭ সালের ২৫ আগস্ট সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ ২৭ বছর ধরে অচল হয়ে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)। ফলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে নেই কোনো কার্যকরী মাধ্যম।
এদিকে শাকসু দীর্ঘদিন অচল থাকলেও নিয়মিত ফি নিচ্ছে বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক দপ্তর সূত্রে জানা যায়, ইউনিয়ন ফি নামে প্রতি বছর ১০০ টাকা হারে ফি নেওয়া হচ্ছে। এসব ফি শিক্ষার্থীদের কল্যাণে ব্যায় করা হয় বলে ভাষ্য প্রশাসনের।
দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনামলে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মাঝে ছিল সদিচ্ছার অভাব। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব ফুটে উঠেছে শিক্ষার্থীদের মাঝে। সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক চর্চা, সুদৃঢ়, যোগ্য ও মেধাবী নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচন জরুরি বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সময়ে নিরপেক্ষ ও শৃঙ্খল পরিবেশে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করছেন ইসলামী ছাত্র শিবির, ছাত্র মজলিস, ছাত্র আন্দোলনসহ ক্যাম্পাসের অধিকাংশ ছাত্র সংগঠন। এসব সংগঠন দ্রুত নির্বাচন চাইলেও, কিছুদিন বিলম্বে চাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘শাকসু নির্বাচন দিতে আমাদের কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা যখন চাইবে তখন আমরা দিয়ে দিব।’
বিডি প্রতিদিন/হিমেল