চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেছেন, গাছ না থাকলে পরিবেশ ধ্বংস হয়ে যাবে। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ হচ্ছে বৃক্ষ কমে যাওয়া। তাই প্রত্যেক শিক্ষার্থীকে ক্লাইমেট এক্টিভিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
বুধবার (২৩ জুলাই) চট্টগ্রামের কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি (ওডিএমএস) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা।
ওডিএমস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম আর চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আকতার, কুলগাঁও সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান , দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা বড়ুয়া, সংগঠক ও সমাজসেবক লায়ন মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন ।
অনুষ্ঠানে জানানো হয়- ওডিএমএস এই কর্মসূচির আওতায় চট্টগ্রামে বিভিন্ন ধরনের গাছের ১০ হাজার চারা রোপণ করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ