বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 'ছাত্র সংসদ' নির্বাচন চায় কিনা জানতে শুরু হয়েছে তিনদিন ব্যাপি গনভোট। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ গণভোটের আয়োজন করেছে ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ কার্যক্রম।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আব্দুর রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অথচ একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার জন্য ছাত্র সংসদ অপরিহার্য। আমরা জানতে চাই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংসদ চায় কিনা। সেই লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।'
সংগঠনটির আরেক সংগঠক সুজয় বিশ্বাস শুভ বলেন, 'শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। গণভোটের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত জানা যাবে এবং যদি অধিকাংশ শিক্ষার্থী ছাত্র সংসদের পক্ষে রায় দেয়, তবে আমরা পরবর্তী কর্মসূচি আলোচনার মাধ্যমে নির্ধারণ করব।'
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে এই ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
বিডি প্রতিদিন/মুসা