ঢাকা-কলকাতার যৌথ আয়োজনের ছবিতে এবার যুক্ত হচ্ছেন টালিগঞ্জের সুপারস্টার দেব। মানে যৌথ প্রযোজনার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে কলকাতার আরেক নায়ক অংকুশ আবারও দুই দেশের যৌথ ছবিতে অভিনয় করবেন। ঢাকার ডিজিটাল মুভিজ এবং কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে নির্মাণ করবে ছবি দুটি। ছবি দুটি হলো— ‘চোখের জল’ এবং ‘স্বর্গীয় প্রেম’। ‘চোখের জল’-এ নায়ক থাকবেন দেব। তার বিপরীতে ঢাকার একজন নতুন মেয়ে বা চলচ্চিত্র কিংবা নাটকের জনপ্রিয় মুখ উপহার দেওয়া হবে। অন্যদিকে ‘স্বর্গীয় প্রেম’ ছবিতে অভিনয় করবেন অংকুশ। তার সঙ্গে থাকছেন ঢাকার নতুন মুখ বা মিডিয়ার পরিচিত কোনো শিল্পী। অংকুশ এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘আশিকী’সহ কয়েকটি যৌথ ছবিতে অভিনয় করেন। প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ সূত্রে জানা গেছে, ছবি দুটোর জন্য প্রিয়দর্শিনী দুজন নায়িকা খোঁজা হচ্ছে। রোমান্টিক অ্যাকশন ও পারিবারিক গল্পের ছবি দুটির পাণ্ডুলিপি তৈরি করেছেন শামীম রেজা। ঢাকার ডিজিটাল মুভিজ ইতিমধ্যে দর্শকপ্রিয় ছবি উপহার দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রতিষ্ঠানের সর্বশেষ মুক্তি দেওয়া ছবি হচ্ছে ‘সুইটহার্ট’। মিম, রিয়াজ ও বাপ্পি অভিনীত ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত ও ব্যবসাসফল হয়। নতুন ছবি দুটি পরিচালনা করবেন কলকাতার খ্যাতিমান নির্মাতা বাসু দেব এবং ঢাকার জনপ্রিয় একজন নির্মাতা। ঢাকার নির্মাতা, নতুন নায়িকা এবং ছবির বিস্তারিত শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে ডিজিটাল মুভিজ। ২১ নভেম্বর থেকে ‘চোখের জল’ আর ২৭ ডিসেম্বর থেকে ‘স্বর্গীয় প্রেম’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, কলকাতা ও এশিয়া এবং ইউরোপের দৃষ্টিনন্দন কয়েকটি লোকেশনে ছবি দুটির শুটিং হবে। নির্মাতা প্রতিষ্ঠান জানায়, আন্তর্জাতিক বাজারে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিগ বাজেট ও অ্যারেজমেন্টে নির্মাণ হবে ‘চোখের জল’ ও ‘স্বর্গীয় প্রেম’। প্রথমে ভারত ও দেশে একসঙ্গে মুক্তি পাবে।
শিরোনাম
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০