ঢাকা-কলকাতার যৌথ আয়োজনের ছবিতে এবার যুক্ত হচ্ছেন টালিগঞ্জের সুপারস্টার দেব। মানে যৌথ প্রযোজনার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে কলকাতার আরেক নায়ক অংকুশ আবারও দুই দেশের যৌথ ছবিতে অভিনয় করবেন। ঢাকার ডিজিটাল মুভিজ এবং কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে নির্মাণ করবে ছবি দুটি। ছবি দুটি হলো— ‘চোখের জল’ এবং ‘স্বর্গীয় প্রেম’। ‘চোখের জল’-এ নায়ক থাকবেন দেব। তার বিপরীতে ঢাকার একজন নতুন মেয়ে বা চলচ্চিত্র কিংবা নাটকের জনপ্রিয় মুখ উপহার দেওয়া হবে। অন্যদিকে ‘স্বর্গীয় প্রেম’ ছবিতে অভিনয় করবেন অংকুশ। তার সঙ্গে থাকছেন ঢাকার নতুন মুখ বা মিডিয়ার পরিচিত কোনো শিল্পী। অংকুশ এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘আশিকী’সহ কয়েকটি যৌথ ছবিতে অভিনয় করেন। প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ সূত্রে জানা গেছে, ছবি দুটোর জন্য প্রিয়দর্শিনী দুজন নায়িকা খোঁজা হচ্ছে। রোমান্টিক অ্যাকশন ও পারিবারিক গল্পের ছবি দুটির পাণ্ডুলিপি তৈরি করেছেন শামীম রেজা। ঢাকার ডিজিটাল মুভিজ ইতিমধ্যে দর্শকপ্রিয় ছবি উপহার দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রতিষ্ঠানের সর্বশেষ মুক্তি দেওয়া ছবি হচ্ছে ‘সুইটহার্ট’। মিম, রিয়াজ ও বাপ্পি অভিনীত ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত ও ব্যবসাসফল হয়। নতুন ছবি দুটি পরিচালনা করবেন কলকাতার খ্যাতিমান নির্মাতা বাসু দেব এবং ঢাকার জনপ্রিয় একজন নির্মাতা। ঢাকার নির্মাতা, নতুন নায়িকা এবং ছবির বিস্তারিত শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে ডিজিটাল মুভিজ। ২১ নভেম্বর থেকে ‘চোখের জল’ আর ২৭ ডিসেম্বর থেকে ‘স্বর্গীয় প্রেম’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, কলকাতা ও এশিয়া এবং ইউরোপের দৃষ্টিনন্দন কয়েকটি লোকেশনে ছবি দুটির শুটিং হবে। নির্মাতা প্রতিষ্ঠান জানায়, আন্তর্জাতিক বাজারে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিগ বাজেট ও অ্যারেজমেন্টে নির্মাণ হবে ‘চোখের জল’ ও ‘স্বর্গীয় প্রেম’। প্রথমে ভারত ও দেশে একসঙ্গে মুক্তি পাবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
ঢাকার ছবিতে ফের দেব ও অংকুশ
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর