ঢাকা-কলকাতার যৌথ আয়োজনের ছবিতে এবার যুক্ত হচ্ছেন টালিগঞ্জের সুপারস্টার দেব। মানে যৌথ প্রযোজনার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে কলকাতার আরেক নায়ক অংকুশ আবারও দুই দেশের যৌথ ছবিতে অভিনয় করবেন। ঢাকার ডিজিটাল মুভিজ এবং কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে নির্মাণ করবে ছবি দুটি। ছবি দুটি হলো— ‘চোখের জল’ এবং ‘স্বর্গীয় প্রেম’। ‘চোখের জল’-এ নায়ক থাকবেন দেব। তার বিপরীতে ঢাকার একজন নতুন মেয়ে বা চলচ্চিত্র কিংবা নাটকের জনপ্রিয় মুখ উপহার দেওয়া হবে। অন্যদিকে ‘স্বর্গীয় প্রেম’ ছবিতে অভিনয় করবেন অংকুশ। তার সঙ্গে থাকছেন ঢাকার নতুন মুখ বা মিডিয়ার পরিচিত কোনো শিল্পী। অংকুশ এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘আশিকী’সহ কয়েকটি যৌথ ছবিতে অভিনয় করেন। প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ সূত্রে জানা গেছে, ছবি দুটোর জন্য প্রিয়দর্শিনী দুজন নায়িকা খোঁজা হচ্ছে। রোমান্টিক অ্যাকশন ও পারিবারিক গল্পের ছবি দুটির পাণ্ডুলিপি তৈরি করেছেন শামীম রেজা। ঢাকার ডিজিটাল মুভিজ ইতিমধ্যে দর্শকপ্রিয় ছবি উপহার দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রতিষ্ঠানের সর্বশেষ মুক্তি দেওয়া ছবি হচ্ছে ‘সুইটহার্ট’। মিম, রিয়াজ ও বাপ্পি অভিনীত ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত ও ব্যবসাসফল হয়। নতুন ছবি দুটি পরিচালনা করবেন কলকাতার খ্যাতিমান নির্মাতা বাসু দেব এবং ঢাকার জনপ্রিয় একজন নির্মাতা। ঢাকার নির্মাতা, নতুন নায়িকা এবং ছবির বিস্তারিত শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে ডিজিটাল মুভিজ। ২১ নভেম্বর থেকে ‘চোখের জল’ আর ২৭ ডিসেম্বর থেকে ‘স্বর্গীয় প্রেম’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, কলকাতা ও এশিয়া এবং ইউরোপের দৃষ্টিনন্দন কয়েকটি লোকেশনে ছবি দুটির শুটিং হবে। নির্মাতা প্রতিষ্ঠান জানায়, আন্তর্জাতিক বাজারে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিগ বাজেট ও অ্যারেজমেন্টে নির্মাণ হবে ‘চোখের জল’ ও ‘স্বর্গীয় প্রেম’। প্রথমে ভারত ও দেশে একসঙ্গে মুক্তি পাবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক