ঢাকা-কলকাতার যৌথ আয়োজনের ছবিতে এবার যুক্ত হচ্ছেন টালিগঞ্জের সুপারস্টার দেব। মানে যৌথ প্রযোজনার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে কলকাতার আরেক নায়ক অংকুশ আবারও দুই দেশের যৌথ ছবিতে অভিনয় করবেন। ঢাকার ডিজিটাল মুভিজ এবং কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে নির্মাণ করবে ছবি দুটি। ছবি দুটি হলো— ‘চোখের জল’ এবং ‘স্বর্গীয় প্রেম’। ‘চোখের জল’-এ নায়ক থাকবেন দেব। তার বিপরীতে ঢাকার একজন নতুন মেয়ে বা চলচ্চিত্র কিংবা নাটকের জনপ্রিয় মুখ উপহার দেওয়া হবে। অন্যদিকে ‘স্বর্গীয় প্রেম’ ছবিতে অভিনয় করবেন অংকুশ। তার সঙ্গে থাকছেন ঢাকার নতুন মুখ বা মিডিয়ার পরিচিত কোনো শিল্পী। অংকুশ এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘আশিকী’সহ কয়েকটি যৌথ ছবিতে অভিনয় করেন। প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ সূত্রে জানা গেছে, ছবি দুটোর জন্য প্রিয়দর্শিনী দুজন নায়িকা খোঁজা হচ্ছে। রোমান্টিক অ্যাকশন ও পারিবারিক গল্পের ছবি দুটির পাণ্ডুলিপি তৈরি করেছেন শামীম রেজা। ঢাকার ডিজিটাল মুভিজ ইতিমধ্যে দর্শকপ্রিয় ছবি উপহার দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রতিষ্ঠানের সর্বশেষ মুক্তি দেওয়া ছবি হচ্ছে ‘সুইটহার্ট’। মিম, রিয়াজ ও বাপ্পি অভিনীত ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত ও ব্যবসাসফল হয়। নতুন ছবি দুটি পরিচালনা করবেন কলকাতার খ্যাতিমান নির্মাতা বাসু দেব এবং ঢাকার জনপ্রিয় একজন নির্মাতা। ঢাকার নির্মাতা, নতুন নায়িকা এবং ছবির বিস্তারিত শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে ডিজিটাল মুভিজ। ২১ নভেম্বর থেকে ‘চোখের জল’ আর ২৭ ডিসেম্বর থেকে ‘স্বর্গীয় প্রেম’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, কলকাতা ও এশিয়া এবং ইউরোপের দৃষ্টিনন্দন কয়েকটি লোকেশনে ছবি দুটির শুটিং হবে। নির্মাতা প্রতিষ্ঠান জানায়, আন্তর্জাতিক বাজারে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিগ বাজেট ও অ্যারেজমেন্টে নির্মাণ হবে ‘চোখের জল’ ও ‘স্বর্গীয় প্রেম’। প্রথমে ভারত ও দেশে একসঙ্গে মুক্তি পাবে।
শিরোনাম
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
ঢাকার ছবিতে ফের দেব ও অংকুশ
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর