ঢাকা-কলকাতার যৌথ আয়োজনের ছবিতে এবার যুক্ত হচ্ছেন টালিগঞ্জের সুপারস্টার দেব। মানে যৌথ প্রযোজনার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে কলকাতার আরেক নায়ক অংকুশ আবারও দুই দেশের যৌথ ছবিতে অভিনয় করবেন। ঢাকার ডিজিটাল মুভিজ এবং কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে নির্মাণ করবে ছবি দুটি। ছবি দুটি হলো— ‘চোখের জল’ এবং ‘স্বর্গীয় প্রেম’। ‘চোখের জল’-এ নায়ক থাকবেন দেব। তার বিপরীতে ঢাকার একজন নতুন মেয়ে বা চলচ্চিত্র কিংবা নাটকের জনপ্রিয় মুখ উপহার দেওয়া হবে। অন্যদিকে ‘স্বর্গীয় প্রেম’ ছবিতে অভিনয় করবেন অংকুশ। তার সঙ্গে থাকছেন ঢাকার নতুন মুখ বা মিডিয়ার পরিচিত কোনো শিল্পী। অংকুশ এর আগে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘আশিকী’সহ কয়েকটি যৌথ ছবিতে অভিনয় করেন। প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ সূত্রে জানা গেছে, ছবি দুটোর জন্য প্রিয়দর্শিনী দুজন নায়িকা খোঁজা হচ্ছে। রোমান্টিক অ্যাকশন ও পারিবারিক গল্পের ছবি দুটির পাণ্ডুলিপি তৈরি করেছেন শামীম রেজা। ঢাকার ডিজিটাল মুভিজ ইতিমধ্যে দর্শকপ্রিয় ছবি উপহার দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রতিষ্ঠানের সর্বশেষ মুক্তি দেওয়া ছবি হচ্ছে ‘সুইটহার্ট’। মিম, রিয়াজ ও বাপ্পি অভিনীত ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত ও ব্যবসাসফল হয়। নতুন ছবি দুটি পরিচালনা করবেন কলকাতার খ্যাতিমান নির্মাতা বাসু দেব এবং ঢাকার জনপ্রিয় একজন নির্মাতা। ঢাকার নির্মাতা, নতুন নায়িকা এবং ছবির বিস্তারিত শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবে ডিজিটাল মুভিজ। ২১ নভেম্বর থেকে ‘চোখের জল’ আর ২৭ ডিসেম্বর থেকে ‘স্বর্গীয় প্রেম’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, কলকাতা ও এশিয়া এবং ইউরোপের দৃষ্টিনন্দন কয়েকটি লোকেশনে ছবি দুটির শুটিং হবে। নির্মাতা প্রতিষ্ঠান জানায়, আন্তর্জাতিক বাজারে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিগ বাজেট ও অ্যারেজমেন্টে নির্মাণ হবে ‘চোখের জল’ ও ‘স্বর্গীয় প্রেম’। প্রথমে ভারত ও দেশে একসঙ্গে মুক্তি পাবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঢাকার ছবিতে ফের দেব ও অংকুশ
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর