বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ভিন্নরূপে মমতাজ

শোবিজ প্রতিবেদক

ভিন্নরূপে মমতাজ

‘ইত্যাদি’ অনুষ্ঠানে মমতাজ

প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের ‘ইত্যাদি’। এবার এই অনুষ্ঠানে ভিন্নরূপে আসছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। দর্শকদের সঙ্গে দেখা যাবে তাকে। টেলিভিশন পর্দায় যার আত্মপ্রকাশ ঘটেছিল এই ‘ইত্যাদি’র মাধ্যমেই। এবার ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আর এখানেই কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। প্রতিটি দর্শকের হাতে একটি করে বর্ণাঢ্য উপকরণ দিয়ে সেখান থেকে বাছাই করা হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের জন্য চারজন দর্শক। ফাগুন অডিও ভিশন জানায়, মাত্র ১৫ সেকেন্ডের চিত্রায়ণের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে হাজার হাজার দর্শকের জন্য এই বিশেষ উপকরণ তৈরি করা হয়েছে। নির্বাচিত দর্শকদের সঙ্গে পরবর্তী পর্বে অংশগ্রহণ করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। তবে এবার ইত্যাদির দর্শকরা তাকে দেখবেন ভিন্নরূপে। গান নয়— অভিনয়ে।

একসময় প্রিয়জনের সঙ্গে যোগাযোগের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম ছিল খাম বা চিঠি। এই চিঠিকে কেন্দ্র করেই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মমতাজ নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে তাত্ক্ষণিকভাবে চারটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেন। দর্শক এবং মমতাজের তাত্ক্ষণিক অভিনয় পর্বটিকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত কয়েক হাজার দর্শক এই পর্বটি বেশ উপভোগ করেন। সুতরাং বলা যায়, বাড়ির দর্শকদেরও পর্বটি আনন্দ দেবে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচার হবে বিটিভিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর