রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দাদা সাহেব ফালকে পুরস্কারে রুনা লায়লা

দাদা সাহেব ফালকে পুরস্কারে রুনা লায়লা

চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে বিশেষ জুরি পুরস্কার লাভ করেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন চলতি বছরের ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি জানায়। এ ছাড়া পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ডের সদস্যও মনোনীত করা হয় রুনা লায়লাকে। চলতি বছরের ৩০ এপ্রিল রুনা লায়লার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। রুনা লায়লার কাছে জুরি বোর্ডের মনোনয়নের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে। ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকার চিঠিতে  বলেছেন, আপনার দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদা সাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে। শনিবার সন্ধ্যায় রুনা লায়লা বলেন, আমি জুরি বোর্ডের সদস্য হতে সম্মতি জানিয়েছি। বাংলাদেশি শিল্পী হিসেবে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে। প্রতিক্রিয়ায় রুনা লায়লা বলেন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছি। জুরি মেম্বার হিসেবে অন্য জুরিদের সঙ্গে এ পুরস্কারটি গ্রহণ করব। বিজয়ী নির্বাচনে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত জুরি সদস্যদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ম্যানেজিং কমিটি। রুনা লায়লা বলেন, আমি গর্বিত। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়াটা সম্মানজনক ও আনন্দের ব্যাপার।

সর্বশেষ খবর