Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:২৩

মুম্বাই কুইন শ্রদ্ধা

শোবিজ ডেস্ক

মুম্বাই কুইন শ্রদ্ধা

শ্রদ্ধা কাপুরকে এবার দেখা যাবে ভারতের কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ভূমিকায়। ছবির নাম ‘দ্য কুইন অব মুম্বাই : হাসিনা’। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে চিরচেনা ‘মিষ্টি মেয়ে’র খোলস ছেড়ে নতুন এক অবতারেই হাজির হয়েছেন শ্রদ্ধা। একপাশে দুবাই এবং আরেক পাশে মুম্বাইয়ের পটভূমির সামনে শ্রদ্ধাকে দেখা গেছে কালো ওড়না জড়ানো ক্রূর দৃষ্টির এক নারীর বেশে। মুখ থেকে মুছে ফেলেছেন হাসির রেখা; তার বদলে দেখা গেছে ইস্পাতের কাঠিন্য। ভাইয়ের মতো অপরাধ জগতে হাসিনা জড়িয়ে পড়েন তার স্বামী ইব্রাহিম পার্কার খুন হওয়ার পর। ভগ্নিপতি হত্যার শোধ দাউদ পরে তুলেছিলেন কুখ্যাত জেজে হাসপাতাল শুটআউটের মাধ্যমে। আর তখন থেকেই স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ভাইয়ের সহযোগী হয়ে যান হাসিনা। এরকম একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে কিছুটা ঘাবড়ে যাবেন শ্রদ্ধা- এটাই স্বাভাবিক। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, ‘আমি উচ্ছ্বসিত এবং সেই সঙ্গে চিন্তিতও। এখানে আমি ১৭ থেকে ৪৩ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করব, সুতরাং চরিত্রটির বিকাশ পুরোপুরি নির্ভর করছে আমার ওপর। এটি কঠিন হবে।’ অপূর্ব লখিয়া নির্মিত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৭ জুন।


আপনার মন্তব্য