গতকাল থেকে ধানমন্ডির আবাহনী মাঠে ষষ্ঠবারের মতো বসেছে ধ্রুপদী সংগীতের সবচেয়ে বড় আসর ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উত্সব-২০১৭’। উত্সবের আয়োজনে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ বিশ্বের বৃহত্তম উচ্চাঙ্গ সংগীত আসরের দ্বিতীয় দিন। আজকের আসর শুরু হবে একই সময়ে। কথক নৃত্য দিয়ে শুরু হবে আজকের উত্সব। অদিতি মঙ্গলদাস ড্যান্স কোম্পানি কথক পরিবেশনায় অংশ নেবে। তবলা দিয়ে আসর মাতাবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। প্রতি বছরের মতো মঞ্চে সন্তরের ঝংকারে আবিষ্ট করবেন পণ্ডিত শিবকুমার শর্মা। এরপর একে একে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত উলহাস কশলকর, সেতারে ওস্তাদ শাহিদ পারভেজ খান, ধ্রুপদে অভিজিত কুণ্ডু এবং বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। সুরের মায়াডোরে আবেশ ছড়াবে পণ্ডিত রনু মজুমদারের বাঁশি। দ্বিতীয় দিনের আসরের পরিসমাপ্তি টানতে মঞ্চে সরোদ পরিবেশনা নিয়ে আসবেন পণ্ডিত দেবজ্যোতি বোস। এই উত্সবের প্রথম দিনের আয়োজনে ছিল সেতার, সরোদ, খেয়াল, ধ্রুপদ ও নৃত্য পরিবেশনা। উত্সবের উদ্বোধনী শুরু হয় পাশ্চাত্যের ধ্রুপদী ধারার সংগীতের মাধ্যমে আর উত্সবের সমাপ্তি ঘটবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে। উদ্বোধনী মঞ্চে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের বরেণ্য শিল্পীরা। উত্সবে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের পাঁচজন প্রতিভাবান নবীন নৃত্যশিল্পী সুইটি দাশ, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়ংপ্রভা তাথৈ ও মেহরাজ হক। উদ্বোধনী সন্ধ্যায় কাজাখস্তানের ৫৮ সদস্যের আস্তানা সিম্ফনি ফিলহারমনিক অর্কেস্ট্রার সঙ্গে যুগল পরিবেশনায় অংশ নেন গ্র্যামি মনোনীত প্রখ্যাত বেহালাশিল্পী পদ্মভূষণ এল সুব্রাহ্মণ্যন। গত পাঁচ বছর ধরে নিয়মিত শাস্ত্রীয় সংগীতের এই অনুষ্ঠানটি রাজধানীর আর্মি স্টেডিয়ামে হয়ে এলেও এ বছর ভেন্যু না পেয়ে পরে অনুষ্ঠিত হচ্ছে আবাহনী মাঠে।
শিরোনাম
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার