Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৭ মে, ২০১৮ ০০:১৩

ভিন্ন লুকে মিম-সুজন

শোবিজ প্রতিবেদক

ভিন্ন লুকে মিম-সুজন

এপার আর ওপার বাংলার দুই অভিনয় শিল্পী বিদ্যা সিনহা মিম আর খালেদ সুজন। দুজনই দুই বাংলায় ছবির কাজে ব্যস্ততা নিয়ে সমান তালে ছুটছেন। মাসখানেক আগে কলকাতা থেকে ‘সুলতান’ ছবির কাজ শেষ করে ফিরেছেন মিম। বছর দুই আগে শুরু করা ‘দাগ’ ছবির একটি গানের কিছু অংশের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে স্টেজ শো, বিজ্ঞাপনেও কাজ করছেন। মিম জানান, গত মাসে কানাডায় ঘুরতে গিয়ে দুটি জায়গায় স্টেজ শো করেছেন। অন্যদিকে খালেদ সুজন সর্বশেষ যৌথ আয়োজনের ‘বেপরোয়া’ ছবিতে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছেন। তার হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। এই দুই ব্যস্ত শিল্পীকে চলতি সপ্তাহে দেখা গেল এফডিসিতে। দুজন ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আর্টরেস এর শুটিংয়ে। মিম বলেন, ভালো একটি কাজ করলাম, আশা করি সবার ভালো লাগবে। সুজনও অভিন্ন সুরে বললেন, মিম জনপ্রিয় একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করব কাজটি সবার মন কাড়বে।

 


আপনার মন্তব্য