Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৫৬

বিয়ে করছেন ডিক্যাপ্রিও

শোবিজ ডেস্ক

বিয়ে করছেন ডিক্যাপ্রিও

টাইটানিক খ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবার বিয়ে করতে চলেছেন। কনের নাম কামিলা মোহনে। গুঞ্জন শোনা যাচ্ছে, আর্জেন্টিনার এই মডেলের সঙ্গে ৮ মাসের প্রেম চলছে ডিক্যাপ্রিওর। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তার কাছের মানুষদের ভাষ্য, প্রেমের ব্যাপারে নাকি দুজনই খুব সিরিয়াস। তারা বিয়ের বিষয় নিয়েও ভাবছেন। এর আগেও অবশ্য ব্রাজিলের মডেল জিজালে বানচেনের সঙ্গে লিওর প্রেমের গুঞ্জন শোনা যায়। জিজালে বিয়ে করতে রাজি থাকলেও ডিক্যাপ্রিওই নাকি পিছিয়ে যান। জানা গেছে, এখন লিও-কামিলা ইউরোপে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। ৪৩ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে ২১ বছর বয়সী মডেল-অভিনেত্রী কামিলার বিয়েতে তার পরিবারের তরফ থেকেই নাকি সায় রয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পায় চলচ্চিত্র ‘টাইটানিক’। জেমস ক্যামেরনের এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। 


আপনার মন্তব্য