Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৫১

ইন্টারভিউ : সাবিলা নূর

জীবনে এখনো প্রেম আসেনি

জীবনে এখনো প্রেম আসেনি

মিডিয়ার অন্যতম পরিচিত মুখ সাবিলা নূর। ঈদে প্রচারিত তার কিছু নাটক-টেলিফিল্ম হয়েছে প্রশংসিত। সমসাময়িক কিছু বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন— পান্থ আফজাল

 

♦ কেমন আছেন? আজ কোন নাটকের শুটিং?

ভালো আছি। না, শুটিং করছি না। আর ঈদের পর একটু বিরতিতে আছি। এখনো কাউকে শিডিউল দেইনি। বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সময় ফিক্সড হওয়ার পর আবারও শুটিংয়ে সময় দেব।

 

নুহাশ হুমায়ূনের নির্মাণে প্রিতম হাসানের সঙ্গে করা শর্টফিল্মটির সাড়া কেমন ছিল? 

‘৭০০ টাকা’ নামের এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি আইফ্লিক্স অ্যাপে প্রচার হয়। নাটকটি নিয়ে সাড়া ভালোই ছিল। অনেকেই নাটকটি দেখে এসএমএস করেছে, ইনবক্সে লিখেছে,  ফেসবুকে পোস্টও দিয়েছে।

 

কিছুদিন আগে জয়ের উপস্থাপনায় আপনি আর সুজানা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন...

হুমম...রেকর্ডেড অনুষ্ঠান ছিল। মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় ইটিভির সেলিব্রেটি শো ‘উইথ নাজিম জয়’ নামক অনুষ্ঠানে আমি, সুজানা আর একজন বিনোদন সাংবাদিক গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন। এটি ২৬ তারিখ বুধবার রাত ১০টায় প্রচার হবে।

 

♦ এবারের ঈদে কয়টি নাটক প্রচার হয়েছে?

১৫টি। এর মধ্যে ২টি ডিজিটাল প্লাটফর্মে আর বাকিগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে।

 

♦ এগুলোর মধ্যে সেরা কাজ কোনটি?

স্পেসিফিকভাবে সেরা কোনটি বলতে পারব না। কারণ, আমার কাছে সব কাজই সেরা। সব নাটকেই ভালো সাড়া পেয়েছি।

 

সহশিল্পী হিসেবে কার সঙ্গে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

আমাদের জেনারেশনের মধ্যে সিয়াম। ইরফান সাজ্জাদও সহযোগিতা করে। আর অপূর্ব, সজল আর নিশো ভাইয়ের মধ্যে তিনজনই আমার কাছে স্বাচ্ছন্দ্যের।

 

আগে উপস্থাপনায় দেখা গিয়েছিল। সামনে কি এই প্লাটফর্মে আবার দেখা যাবে?

আগে ইটিভিতে ‘সিম্পল লাভ স্টোরি’ নামক একটি লাইভ অনুষ্ঠান প্রতি সোমবার করতাম। বাংলাভিশনে ও দেশটিভিতেও করেছিলাম। তবে ইটিভিতে ‘সিম্পল লাভ স্টোরি’ নামক লাইভ অনুষ্ঠানটি আবার শুরু করব।

 

এবার অন্য প্রসঙ্গ। প্রথম প্রেম? 

ছয় বছর বয়সে প্রথম প্রেমে পড়ি বলিউডের কিং শাহরুখ খানের। বাস্তবে এখনো আমি সিঙ্গেল। তবে জীবনে এখনো প্রেম আসেনি।

 

♦ বিয়ের প্রস্তাব কেমন পান?

প্রচুর পাই। বিশেষ করে ফেসবুক ইনবক্সে। লজ্জায় উত্তর দেই না। বিয়ের প্রস্তাব ছাড়াও সেলফি তুলতে চাওয়া, দেখা করতে চায়। এ ছাড়াও আরও মজার মজার বিষয়ে জিজ্ঞেস করে। এখন তেমন করে ইনবক্স চেক করি না।  

 

♦ বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি কেমন করেন?

তেমন কোনো বন্ধু-বান্ধবী নেই। বাবা-মা আর বোনই ভালো বন্ধু। তাই আড্ডাবাজি কম হয়।


আপনার মন্তব্য