শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিমুল মুস্তাফার ৭১ কবিতা আবৃত্তি আজ

শোবিজ প্রতিবেদক

শিমুল মুস্তাফার ৭১ কবিতা আবৃত্তি আজ

৭১টি কবিতা আবৃত্তি করবেন দেশের নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে এবং ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সহযোগিতায় আজ বিকাল ৪টা ৩০ মিনিটে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে এই আবৃত্তি অনুষ্ঠানটি পরিবেশিত হবে। এই আবৃত্তি অনুষ্ঠানের স্লোগান ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’। অনুষ্ঠানটি সবার জন্য উš§ুক্ত। একাত্তর স্মরণে ৭১টি কবিতা আবৃত্তি করবেন নন্দিত এই  আবৃত্তিশিল্পী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হকসহ আরও অনেকের কবিতা আবৃত্তি করবেন তিনি। উল্লেখ্য, ২০১০ থেকে নিয়মিতভাবে এই আয়োজনটি করে আসছে  বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।

 

সর্বশেষ খবর