রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তারকাদের সেই সব দিন...

তারকাদের সেই সব দিন...

বিএনপির তৎকালীন মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে জিয়া স্বর্ণপদক অনুষ্ঠান ১৯৯৮-এ একঝাঁক তারকা

তারকাদের সামাজিক কারণে তাদের যখন যেখানে ডাকা হয় সেখানেই যান তারা। কোনো অঙ্গীকার না থাকায় শিল্পী হিসেবে তারা এ কাজটি করেন। অনেকে মনে করেন, এ নিয়ে বিতর্ক নয়, শিল্পীদের এই অবস্থান সময়ের সঙ্গে হয়ে থাকে। তবে জাসাসের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমেদ ও জিসাসের সভাপতি আবুল হাশেম রানা বলেছেন, এক সময় শিল্পীদের সমাহার ছিল তাদের সংগঠনে। বেশির ভাগ তারকাই নিয়েছেন ‘জিয়া স্বর্ণ পদক’। এর বাইরেও জাসাস-জিসাসের কমিটিতেও ছিলেন অনেকে। চ্যানেল ওয়ানকে ঘিরে আরেক দল সম্পর্ক রাখতেন হাওয়া ভবনের সঙ্গে। এখন সময়ের বিবেচনায় তা আর নেই। বাস্তবেও তা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট তারকারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতেই পারেন। তবে আদর্শিক ক্ষেত্রে জার্সি বদল গ্রহণযোগ্য নয়। এরশাদ আমলে চলচ্চিত্র নির্মাতা আজমল হুদা মিঠুর নেতৃত্বে এফডিসি তখন ভেঙে পড়ত এরশাদের বাড়িতে। সেই রাজনৈতিক সংস্কৃতি এখন আর নেই। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব শিল্পীকে আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে দেখা যেত না। ২০০১ সালে শিল্পীরা আরও বেশি করে ভিড় জমান বিএনপিতে। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলেও এই দলের কর্মকাণ্ডে এসব শিল্পীকে দেখা যায়নি। ২০১৪ সালেও নয়। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বেশির ভাগ তারকা আওয়ামী লীগে মনোনয়ন চান। কিন্তু মনোনয়ন না পেয়ে এখন তারা মাঠে নেমেছেন সংরক্ষিত মহিলা আসনের জন্য। সাংস্কৃতিক অঙ্গনে যারা মাত্র রাজনীতি শুরু করেছেন এবং সংসদ সদস্য হতে চাচ্ছেন তাদের আরও অপেক্ষা করা দরকার ছিল। তারা বুঝতেও চাননি সংরক্ষিত আসনটি দলের ত্যাগী ও আলোকিত নারীদের জন্য সংরক্ষিত থাকে। নিচের ছবিগুলো অনেক কথা বলে। ছবিতে তারকাদের মধ্যে কারা আছেন তা সবার প্রতি সম্মান জানিয়ে পাঠকদের সামনে তুলে ধরা হলো। ছবি : সংগৃহীত

 

ওদের হাতে জিয়া স্বর্ণপদক

 

 

বিএনপির তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে রুপালি পর্দার তারকারা

 

 

জিয়াউর রহমানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া স্বর্ণপদক প্রদান ও আলোচনা অনুষ্ঠান

 

জিসাসের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বর্ণপদক অনুষ্ঠানে তারকাদের সঙ্গে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন

 

জিসাসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা

 

পদক তুলে দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে একঝাঁক তারকা

 

বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের সঙ্গে একঝাঁক তারকা

 

 

 

২০১০ সালে জিয়া আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তারকাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর