Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ২৩:০১

নির্ঝরের গানে শিমুল মুস্তাফা

শোবিজ প্রতিবেদক

নির্ঝরের গানে শিমুল মুস্তাফা

ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে এলেন এনামুল করিম নির্ঝর। তার কথা ও সুরে গান ও আবৃত্তিতে প্রকাশিত হতে যাচ্ছে ভালোবাসা দিবসের একটি বিশেষ গান।

অটমনাল মুনের সংগীতায়োজনে ‘ক্লান্ত কথার পিঠে’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শিমুল মুস্তাফা ও সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ।

গানশালা প্রযোজিত গানটির ভিডিওতেও অংশ নিয়েছেন তারা দুজন। এর ভিডিওটির নির্মাণ সমন্বয় করেছেন অনন্তি সিরাজুম। এনামুল করিম নির্ঝর বলেন, সবসময় নতুন কিছু করার চেষ্টা করেছি। আজ এক নির্ঝর কোলাবরেশন্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।


আপনার মন্তব্য