মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা

আজ পর্দা উঠছে কান উৎসবের

আজ পর্দা উঠছে কান উৎসবের

আজ পর্দা উঠছে কান উৎসবের
৭২তম কান আসর! অপেক্ষার পালা শেষ, আজ শুরু হচ্ছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আসর। ফ্রান্সের দক্ষিণ উপকূলবর্তী কানের সাগরপাড়ে বসছে চলচ্চিত্রপ্রেমীদের বিশাল সমাবেশ। প্রযোজক, নামি-দামি তারকা, সাংবাদিক, চলচ্চিত্রপ্রেমীর মিলনমেলায় প্রতিদিন মুখরিত হবে এ উৎসব; লাল গালিচায় ছড়াবে জৌলুস! উৎসবকে সাফল্যমন্ডিত করতে জোর প্রস্তুতির পর্বও শেষ। কান উৎসবের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

কানের অফিশিয়াল পোস্টার
প্রয়াত নারী নির্মাতা আনিয়েস ভারদার প্রথম ছবির শুটিংয়ে তোলা একটি স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজনের অফিশিয়াল পোস্টার।

উৎসবের উদ্বোধনী প্রদর্শনী
উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হবে মার্কিন নির্মাতা জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবি দেখানোর মাধ্যমে। ২৫ মে বিজয়ীদের নাম জানাবেন প্রতিযোগিতা বিভাগের বিচারকরা।

কানের প্রতিযোগিতা বিভাগ ও বিচারক দল
প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। এবার প্রতিযোগিতা বিভাগের বিচারক দলে আছেন চার মহাদেশের সাতটি দেশের চারজন পুরুষ ও চার নারী।

আঁ সার্তে রিগার বিভাগের বিচারক দল
আঁ সার্তে রিগার বিভাগে বিচারকদের প্রধান থাকবেন লেবানিজ অভিনেত্রী-নির্মাতা নাদিন লাবাকি। তার নেতৃত্বে কাজ করবেন ফরাসি অভিনেত্রী মারিনা ফয়াস, জার্মান প্রযোজক নুহান সেকারসি, আর্জেন্টাইন নির্মাতা লিসন্দ্রো আলোনসো ও বেলজিয়ান নির্মাতা লুকাস দন্ত। ২৪ মে এ বিভাগের সমাপনী হবে।

ডিরেক্টরস ফোর্টনাইট
ডিরেক্টরস ফোর্টনাইটের ৫১তম আসর হবে এবার। এতে উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে কঁতা দ্যুপিউ পরিচালিত সপ্তম ছবি ‘ডিয়ারস্কিন’। তিনটি ভার্চুয়াল রিয়েলিটি ইনস্টলেশন এবারের ডিরেক্টরস ফোর্টনাইটের অন্যতম আকর্ষণ।

কান ক্ল্যাসিকস
এবারের কান উৎসবে নতুন সংযোজন কান ক্ল্যাসিকস। ইতালির লিনা বার্তম্যুলা তার নিজের ছবি নিয়ে এবার হাজির হবেন কান সৈকতে। ১৯৬৯ সালের কান উৎসবে ‘বেস্ট ফার্স্ট ওয়ার্ক’ পুরস্কার জেতে ডেনিস হপার পরিচালিত ‘ইজি রাইডার’। এর ৫০ বছর উদযাপন করা হবে এবার। ফরাসি নির্মাতা অ্যালা বারবারিওর ‘দ্য সিটি অব ফিয়ার’র ২৫ বছর পূর্তি উদযাপন করা হবে কানের আসরে। স্প্যানিশ ফিল্ম গুরু লুই বুনুয়েলের তিনটি ছবি রাখা হবে।
কানে নতুন ছবি
মার্কিন নির্মাতা জিম জারমাশের জম্বি কমেডি ‘দ্য ডেড ডোন্ট ডাই’ প্রদর্শনীর মধ্য দিয়ে ‘সিনেমার অলিম্পিক’ হিসেবে পরিচিত কান উৎসবের উদ্বোধন হবে। আসরে ফরাসি নির্মাতা আবদেল লতিফ কেশিশের নতুন ছবি ‘মেকতুব, মাই লাভ : ইন্টারমেজো’ স্থান পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। মিডনাইট স্ক্রিনিংয়ে দক্ষিণ কোরিয়ার লি ওন-তায়ে পরিচালিত ‘দ্য গ্যাংস্টার, দ্য কপ, দ্য ডেভিল’ ছবির সঙ্গে যুক্ত হয়েছে ফরাসি নির্মাতা গ্যাসপার নো’র ‘লুক্স এতেরনা’। ইতালির লরেঞ্জো মাত্তোত্তির অ্যানিমেটেড ছবি ‘দ্য ফেমাস ইনভেশন অব বিয়ারস ইন সিসিলি’, রুশ নারী নির্মাতা লারিসা সাদিলোভার ‘ওয়ান্স ইন ত্রুবচেস্ক’ দেখানো হবে। স্পেশাল স্ক্রিনিংয়ে যুক্ত হয়েছে মেক্সিকান অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল পরিচালিত দ্বিতীয় ছবি ‘চিকোয়ারোতেস’, চিলির পাত্রিসিও গাজম্যানের ‘দ্য করডিলেরা অব ড্রিমস’, লেইলা কনারসের ‘আইস অন ফায়ার’, ড্যান ক্রাউস পরিচালিত ‘ফাইভবি’।

উৎসবে দেখা যাবে সিলভার স্ট্যালোনকে
এবারের আসরে র‌্যাম্বো অভিনেতা সিলভার স্ট্যালোন আলো ছড়াবেন। তাকে এই আসরে দেখা মিলবে।
 
কানে পিট-ডিক্যাপ্রিওর ছবি
কানের ৭২তম আসরের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। এতে অভিনয় করেছেন হলিউডের দুই হেভিওয়েট তারকা ব্র্যাড পিট ও লিওনার্দো ডিক্যাপ্রিও। এ ছাড়া আছেন অস্ট্রেলীয় অভিনেত্রী মার্গট রোবি।

বিচারক বাংলাদেশি চলচ্চিত্রকর্মী সাদিয়া খালিদ রীতি
এদিকে দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় শহর কানে বাংলাদেশের চলচ্চিত্রকর্মী সাদিয়া খালিদ রীতি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। এই আসরে নির্বাচিত ছবিগুলো দেখে সেরা নির্বাচনের গুরুদায়িত্ব থাকবে তার কাঁধে।

কান শর্টফিল্ম কর্নারে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ
ফ্রান্সে অনুষ্ঠিতব্য কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে স্থান পেয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে আশরাফ শিশিরের স্বল্পদৈর্ঘ্য ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’। চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘দ্য আনসাং’। সারা বিশ্ব থেকে জমা পড়া কয়েক হাজার চলচ্চিত্রের মধ্যে এবারের আসরে বিভিন্ন দেশের মোট ৯২৪টি চলচ্চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে কান শর্টফিল্ম কর্নারে। এরমধ্যে আশরাফ শিশিরের চলচ্চিত্র ছাড়াও এবারের উৎসবে স্থান পেয়েছে বাংলা ভাষার আরেকটি চলচ্চিত্র। লরেন অ্যান্ডার্স ব্রাউন পরিচালিত ২৮ মিনিট ব্যাপ্তির এ ছবির নাম ‘শান্তিখানা’। এটি নির্মিত হয়েছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে।

কান জয়ে একমাত্র বাংলাদেশি ছবি ‘মাটির ময়না’
সাম্প্রতিক বছরগুলোতে কান উৎসবে বাংলাদেশের কয়েকটি ছবি প্রদর্শিত হওয়ার খবর গণমাধ্যমে দেখা গেছে। অথচ সেগুলোর কোনোটিই অফিসিয়াল সিলেকশন নয়! এ পর্যন্ত একমাত্র তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছাড়া বাংলাদেশের আর কোনো ছবি কান জয় করতে পারেনি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর