বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মাহাদিয়ার কণ্ঠে ‘ওমেন ইন লাভ’

শোবিজ প্রতিবেদক

মাহাদিয়ার কণ্ঠে ‘ওমেন ইন লাভ’

সময়টা ১৯৮০, ভিনাইল রেকর্ডের যুগ। বারবারা স্ট্রেইস্যান্ড নামের একজন আমেরিকান গায়িকার কন্ঠে ‘ওমেন ইন লাভ’ শিরোনামে একটি গান মুক্তি পায় কলম্বিয়া লেবেলের ব্যানারে। ১৯৮১ নাগাদ এই ভিনাইল লেবেলটি ২.৫ মিলিয়নের বেশি বিক্রি হয়েছিল। আন্তর্জাতিকভাবে তুমুল জনপ্রিয় এই গানটি আইভোরি নোভেল অ্যাওয়ার্ড, গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ডস, আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ আরও অনেক আন্তর্জাতিক সম্মাননা বয়ে আনে। এই গানটি বাংলাদেশি কোনো শিল্পী হিসেবে এই প্রথম গাইলেন বাংলাদেশি চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজের ছোট মেয়ে মাহাদিয়া নাঈম। এর আগে মাহাদিয়া নাঈমের ইউটিউব চ্যানেল এ লর্ডির রয়ালস, আশা ভোঁসলের যেতে দাও আমায় ডেকনা, হোয়েন আই নিড ইউ, তুমসে মিলকে এইসা লাগা, রুনা লায়লার অনেক বৃষ্টি ঝরেÑ এই যুগান্তকারী গানগুলোর কভার রিলিজ হয়েছে। ‘ওমেন ইন লাভ’ গানটির কভার ভার্সনের সংগীতায়োজন করেছেন সাঈদ সুজন আর দৃশ্যায়ন করেছেন আবির স্বপ্নবাজ। শিগগিরই মাহাদিয়া নাঈমের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

 

 

সর্বশেষ খবর