শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

২ যুগ পর সিনেমার গানে দিলরুবা খান

শোবিজ প্রতিবেদক

২  যুগ পর সিনেমার গানে দিলরুবা খান

প্রায় ২৫ বছর পর বাংলা সিনেমায় প্লে-ব্যাক করলেন লোকগানের মায়াবতী কণ্ঠশিল্পী দিলরুবা খান। পাগল মন মনরে, ভ্রমর কইও গিয়া, নির্জন যমুনার কূলে, দুই ভুবনের দুই বাসিন্দা, কাগজ গেল দিস্তা দিস্তা, বনমালি তুমি পরজনমে হইয়ো রাধা-  শিরোনামের কালজয়ী গানগুলোর শিল্পী দিলরুবা খান। সম্প্রতি নির্মাণাধীন সরকারি অনুদানপ্রাপ্ত শিশুতোষ চলচ্চিত্র ‘পায়রার চিঠি’ সিনেমার একটি বিশেষ দৃশ্যের জন্য একটা দেহতাত্ত্বিক গানের প্রয়োজন দেখা দেয়। তখন দিলরুবা খানকে প্লে­-ব্যাক করার অনুরোধ করেন সিনেমাটির পরিচালক নিশীথ সূর্য। পরিচালক বলেন, বাংলাদেশে প্রচন্ড অনুভব করে লোকগান গাওয়ার মতো শিল্পীর অভাব আছে। দিলরুবা খান তার মায়াময় কণ্ঠে সেই অভাব পূরণ করতে পারবেন বলে বিশ্বাস, তাই ডাকা। গতকাল রাজধানীর মালিবাগে লং প্লে স্টুডিওতে দিলরুবা খান এই সিনেমায় ‘জান রে’ শিরোনামের দেহতাত্ত্বিক গানটি প্লে-­ব্যাক করেন। গানটির কথা ও সুর করেন পরিচালক নিশীথ সূর্য নিজে। সংগীত আয়োজন করেন মুশফিক লিটু। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছেন পরিচালক।

সর্বশেষ খবর