শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

‘সিম্ফনি’

দুই বাংলার আটজন শিল্পীর শিল্পকর্ম নিয়ে কাল শনিবার ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজে শেষ হচ্ছে ‘সিম্ফনি’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। 

 

 

নাটক

কাল ‘ট্রায়াল অব সূর্যসেন’

কাল শনিবার ঢাকা পদাতিক মঞ্চায়ন করবে তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে এই নাটকটি। রচনা ও নির্দেশনায় মাসুম আজিজ।

 

 

অন্যান্য

তারুণ্যের চলচ্চিত্র উৎসব

কাল শনিবার ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক          তারুণ্যের চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’-এর আয়োজনে ‘লেটস সিনেমা’ স্লোগানের এই উৎসবে প্রদর্শিত হচ্ছে দেশ-বিদেশের ৭৪টি চলচ্চিত্র। প্রদর্শিত হবে এই সময়ের আলোচিত তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। দেশ-বিদেশের ৫০ জন তরুণ নির্মাতার অংশগ্রহণে থাকছে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

 

ভারতে সম্মানিত খেয়ালী     পঙ্কজ বসু

সম্প্রতি কলকাতার উত্তর ২৪ পরগণার ডমরু মিউজিক্যাল ফাউন্ডেশন, উচ্চাঙ্গ সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের খেয়ালী পঙ্কজ বসুকে প-িত উপাধিতে ভূষিত করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিশিষ্ট সংগীতশিল্পীরা উপস্থিত ছিলেন।

 

 

আজ শরৎ উৎসব

শরৎ ঋতু বরণে এবারও শরৎ উৎসবের আয়োজন করেছে

সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দিনব্যাপী শরৎ বরণ করবে সংগঠনটি। সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হবে শরৎ বরণ। একক আবৃত্তি পরিবেশন করবেন আহকাম উল্লাহ ও রফিকুল ইসলাম।

দলীয় আবৃত্তি পরিবেশন করবে মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র ও  মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর