Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:২৪

তানজীবের সঙ্গে মৌসুমী-অন্তু

শোবিজ প্রতিবেদক

তানজীবের সঙ্গে মৌসুমী-অন্তু

এ সময়ের জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ার। এই শিল্পী এবার আরেক কণ্ঠশিল্পী দিল আফরোজ চৌধুরীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন। নাম ‘চলো বৃষ্টিতে’, যেটি সম্প্রতি ভিডিও আকারে প্রকাশিত হয়। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন তানজীব। সংগীতায়োজনে প্রত্যয় খান। আর ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও অর্ণব অন্তু। সঙ্গে আছেন মৃদৃল, আসিফ, জেমস, মিম ও প্রত্যার্পণ। তানজীব সারোয়ার বলেন, ‘গানটির সঙ্গে মিউজিক ভিডিওটিও চমৎকার হয়েছে। আশা করছি ধীরে ধীরে গানটি মানুষের কাছে পৌঁছবে।’ এটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।


আপনার মন্তব্য