Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৮ নভেম্বর, ২০১৯ ২১:৫৩

তাক লাগালেন কারিনা

শোবিজ ডেস্ক

তাক লাগালেন কারিনা

বিয়ের আগে কারিনা ছিলেন কাপুর। বিয়ের পর পদবি হিসেবে পেয়েছেন ‘খান’। এখন তিনি এ দুটো পদবিই ব্যবহার করেন। তবে দুটোর মধ্যে যদি একটি পদবিকে বাছতে বলা হয়, তাহলে কোনটিকে বেছে নেবেন তিনি? সম্প্রতি এরকম এক প্রশ্ন করা হয় নবাবপতœীকে। কারিনার দুরন্ত জবাবও তাক লাগিয়ে দেয় সবাইকে। কারিনা জবাব দেন, ‘আমার বাছার প্রয়োজন নেই। কারণ, আমি কারিনা কাপুর খান। আমি এ দুটোর মধ্যেই আছি। এ দুটোই আমার সঙ্গে জড়িয়ে। তাই আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি।’ সঞ্চালক প্রশ্ন করেন, একই লিফটে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটের সঙ্গে আটকে গেলে কী করবেন তিনি? দুষ্টু হেসে কারিনা জবাব দেন, ‘আমি দেখব যেন রণবীর (কাপুর) সেখানে না থাকে। এ-ও দেখব যে, রণবীর সিং সেখানে আছে কিনা।’ এমন জবাব শুনে উপস্থিত সবাই হাসতে শুরু করেন। শিগগিরই কারিনাকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ ছবিতে। তারপর আংরেজি মিডিয়াম ছবিতে। এই ছবিতে কারিনা ছাড়াও থাকবেন ইরফান খান।


আপনার মন্তব্য