সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শোবিজ প্রতিবেদক

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য গতকাল দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। জানা গেছে, রবিবার দুুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেন। এন্ড্রু কিশোরের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহযোগিতা পেতে হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে পাশে ছিল মানবতার কল্যাণ ফাউন্ডেশন।

পাঁচ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছেন দেশবরেণ্য এই শিল্পী। এরই মধ্যে ১৭টি কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে।

এদিকে সম্প্রতি শারীরিক কিছু জটিলতার কারণে গত এক মাস এন্ড্রু কিশোরেকে কেমোথেরাপি দেওয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। তবে সর্বশেষ খবরে জানা যায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এন্ড্রু কিশোরের। শনিবার থেকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু করেছেন চিকিৎসকরা। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতিমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হয়েছে ১৮তম কেমোথেরাপি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি।

সর্বশেষ খবর