শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

যাত্রা হলো স্টুডিও ২৬-এর

শোবিজ প্রতিবেদক

যাত্রা হলো স্টুডিও ২৬-এর

১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত গ্রিন কর্নারের ২৬ নম্বর বাড়িতে সৃষ্টি হয়েছে অসংখ্য গান। নিয়মিত যাদের পদচারণায় মুখরিত থাকত এই বাড়িটি, তাদের মধ্যে লাকি আখন্দ, বারী সিদ্দিক, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, তরুণ মুন্সীসহ আরও অনেকেই। নিবৃতচারী গীতিকবি গোলাম মোর্শেদের পিতৃবাড়ি এটা। এখানেই অসংখ্য সুরের সৃষ্টির সাক্ষী এ বাড়িটি। গেল ১৪ নভেম্বর বেশ কিছু দিন বিরতির পর, গ্রিন কর্নারের ২৬ নম্বর বাড়িটি নতুন পালকে ওড়া শুরু করল স্টুডিও ২৬-এর যাত্রার মধ্য দিয়ে। সেই দিন নতুন এই পথ চলায়, সারথি হিসেবে নতুন-পুরনো অনেক বন্ধুই ছিলেন। ফিতা কেটে স্টুডিওটি ওপেন করেন ফাহমিদা নবী, তরুণ মুন্সী, অধরা জাহান, সারমিন লাকি, মঞ্জুরুল ইসলামসহ আরও অনেকে। ২৬-এর প্রধান উপদেষ্টা গীতিকবি গোলাম মোর্শেদ জানান, এই স্টুডিওটি উনারই ভাইয়ের ছেলে রুশলনের তত্ত্বাবধানে চলবে, রুশলান নিজেও  পুরোদমে গান নিয়েই ব্যস্ত।

সর্বশেষ খবর