সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্মৃতিকাতর শাবনূর...

শোবিজ প্রতিবেদক

স্মৃতিকাতর শাবনূর...

জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়ায় আছেন। বিদেশের মাটিতে বসেই দুঃসংবাদটি পেলেন তিনি। তার প্রিয় দাদু এ টি এম শামসুজ্জামান আর নেই। এ বর্ষীয়ান অভিনেতাকে দাদু বলেই সম্বোধন করতেন শাবনূর। দাদু তাকে অসম্ভব স্নেহ করতেন। এ টি এম শামসুজ্জামান তার নিজের পরিচালিত ছবি ‘এবাদত’-এর নায়িকা হিসেবেও শাবনূরকে কাস্ট করেছিলেন। শাবনূর বলেন, গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া আসার আগে দাদুর সঙ্গে শেষ দেখা হয়। তখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে তাকে দেখতে গেলে তিনি খুবই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মনেই হয়নি তিনি অসুস্থ। দীর্ঘ সময় ধরে গল্প করেছি। দাদুর সঙ্গে ছবিতে কাজ করাটাই ছিল বেশ আনন্দের। পর্দায় যেমন বাস্তবেও তেমন মজা করে সবাইকে আনন্দ দিতেন তিনি। সালাউদ্দিন লাভলু নির্মিত ‘মোল্লা বাড়ির বউ’ ছবিটি ছিল আমার কাছে খুব স্মরণীয় একটি ছবি। এতে আমি তার ছেলে রিয়াজের দ্বিতীয় বউ থাকি। ছবির গল্পে নানাভাবে তাকে আমি উত্ত্যক্ত করি, ভয় দেখাই। শেষে তাকে খুনও করি। এসব নিয়ে এ ছবির সেটে বেশ মজা করতাম আমরা। সর্বশেষ যখন দাদুর সঙ্গে দেখা হয় তখন তাকে বলেছিলাম আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। মার্চে ফিরব। এরপর নিজে একটি ছবি নির্মাণ করব। আর তাতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আপনি। শুনে হেসে উঠেছিলেন তিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, হাসছেন কেন, এবার সত্যিই আপনাকে নিয়ে ছবি নির্মাণ করব। এটি আমার স্বপ্ন। দাদু বলেছিলেন, আগে বিদেশ থেকে ঘুরে আসো তারপর দেখা যাবে। বেশি দেরি হলে দেখা যাবে আমি আর তোমার ছবিতে অভিনয় করার জন্য এ ধরাধামে নেই। বলেই আবার হেসে উঠলেন। আজ তার কথাই সত্যি হলো। করোনার কারণে এখন পর্যন্ত দেশে ফিরতে পারলাম না। দাদু অনেক দিনই অপেক্ষা করেছিলেন। কিন্তু আমার আসতে দেরি হওয়ায় সত্যিই তিনি চলে গেলেন। এখন কাকে নিয়ে আমি ছবি বানাব?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর