জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়ায় আছেন। বিদেশের মাটিতে বসেই দুঃসংবাদটি পেলেন তিনি। তার প্রিয় দাদু এ টি এম শামসুজ্জামান আর নেই। এ বর্ষীয়ান অভিনেতাকে দাদু বলেই সম্বোধন করতেন শাবনূর। দাদু তাকে অসম্ভব স্নেহ করতেন। এ টি এম শামসুজ্জামান তার নিজের পরিচালিত ছবি ‘এবাদত’-এর নায়িকা হিসেবেও শাবনূরকে কাস্ট করেছিলেন। শাবনূর বলেন, গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া আসার আগে দাদুর সঙ্গে শেষ দেখা হয়। তখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে তাকে দেখতে গেলে তিনি খুবই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মনেই হয়নি তিনি অসুস্থ। দীর্ঘ সময় ধরে গল্প করেছি। দাদুর সঙ্গে ছবিতে কাজ করাটাই ছিল বেশ আনন্দের। পর্দায় যেমন বাস্তবেও তেমন মজা করে সবাইকে আনন্দ দিতেন তিনি। সালাউদ্দিন লাভলু নির্মিত ‘মোল্লা বাড়ির বউ’ ছবিটি ছিল আমার কাছে খুব স্মরণীয় একটি ছবি। এতে আমি তার ছেলে রিয়াজের দ্বিতীয় বউ থাকি। ছবির গল্পে নানাভাবে তাকে আমি উত্ত্যক্ত করি, ভয় দেখাই। শেষে তাকে খুনও করি। এসব নিয়ে এ ছবির সেটে বেশ মজা করতাম আমরা। সর্বশেষ যখন দাদুর সঙ্গে দেখা হয় তখন তাকে বলেছিলাম আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। মার্চে ফিরব। এরপর নিজে একটি ছবি নির্মাণ করব। আর তাতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আপনি। শুনে হেসে উঠেছিলেন তিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, হাসছেন কেন, এবার সত্যিই আপনাকে নিয়ে ছবি নির্মাণ করব। এটি আমার স্বপ্ন। দাদু বলেছিলেন, আগে বিদেশ থেকে ঘুরে আসো তারপর দেখা যাবে। বেশি দেরি হলে দেখা যাবে আমি আর তোমার ছবিতে অভিনয় করার জন্য এ ধরাধামে নেই। বলেই আবার হেসে উঠলেন। আজ তার কথাই সত্যি হলো। করোনার কারণে এখন পর্যন্ত দেশে ফিরতে পারলাম না। দাদু অনেক দিনই অপেক্ষা করেছিলেন। কিন্তু আমার আসতে দেরি হওয়ায় সত্যিই তিনি চলে গেলেন। এখন কাকে নিয়ে আমি ছবি বানাব?
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে