জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়ায় আছেন। বিদেশের মাটিতে বসেই দুঃসংবাদটি পেলেন তিনি। তার প্রিয় দাদু এ টি এম শামসুজ্জামান আর নেই। এ বর্ষীয়ান অভিনেতাকে দাদু বলেই সম্বোধন করতেন শাবনূর। দাদু তাকে অসম্ভব স্নেহ করতেন। এ টি এম শামসুজ্জামান তার নিজের পরিচালিত ছবি ‘এবাদত’-এর নায়িকা হিসেবেও শাবনূরকে কাস্ট করেছিলেন। শাবনূর বলেন, গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া আসার আগে দাদুর সঙ্গে শেষ দেখা হয়। তখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে তাকে দেখতে গেলে তিনি খুবই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মনেই হয়নি তিনি অসুস্থ। দীর্ঘ সময় ধরে গল্প করেছি। দাদুর সঙ্গে ছবিতে কাজ করাটাই ছিল বেশ আনন্দের। পর্দায় যেমন বাস্তবেও তেমন মজা করে সবাইকে আনন্দ দিতেন তিনি। সালাউদ্দিন লাভলু নির্মিত ‘মোল্লা বাড়ির বউ’ ছবিটি ছিল আমার কাছে খুব স্মরণীয় একটি ছবি। এতে আমি তার ছেলে রিয়াজের দ্বিতীয় বউ থাকি। ছবির গল্পে নানাভাবে তাকে আমি উত্ত্যক্ত করি, ভয় দেখাই। শেষে তাকে খুনও করি। এসব নিয়ে এ ছবির সেটে বেশ মজা করতাম আমরা। সর্বশেষ যখন দাদুর সঙ্গে দেখা হয় তখন তাকে বলেছিলাম আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। মার্চে ফিরব। এরপর নিজে একটি ছবি নির্মাণ করব। আর তাতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আপনি। শুনে হেসে উঠেছিলেন তিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, হাসছেন কেন, এবার সত্যিই আপনাকে নিয়ে ছবি নির্মাণ করব। এটি আমার স্বপ্ন। দাদু বলেছিলেন, আগে বিদেশ থেকে ঘুরে আসো তারপর দেখা যাবে। বেশি দেরি হলে দেখা যাবে আমি আর তোমার ছবিতে অভিনয় করার জন্য এ ধরাধামে নেই। বলেই আবার হেসে উঠলেন। আজ তার কথাই সত্যি হলো। করোনার কারণে এখন পর্যন্ত দেশে ফিরতে পারলাম না। দাদু অনেক দিনই অপেক্ষা করেছিলেন। কিন্তু আমার আসতে দেরি হওয়ায় সত্যিই তিনি চলে গেলেন। এখন কাকে নিয়ে আমি ছবি বানাব?
শিরোনাম
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন