রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঢাকায় রিমেক বলিউডের হিট ছবি

ঢাকায় রিমেক বলিউডের হিট ছবি

১৯৭৩ সাল থেকেই ঢাকায় মূলত বলিউডের সুপারহিট ছবির রিমেক শুরু হয়। এখন পর্যন্ত প্রচুর বলিউডের ছবি রিমেক ও ব্যবসাসফল হয়েছে। অনেক ক্ষেত্রে এসব রিমেক ছবি মূল ছবিকেও ছাড়িয়ে গেছে। এমন কয়েকটি ছবির কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

দুশমন থেকেঅতিথি

১৯৭২ সালের ৭ জানুয়ারি বলিউডে মুক্তি পায় ‘দুশমন’ ছবিটি। দুলাল গুহ পরিচালিত এ ছবিতে অভিনয় করেন রাজেশ খান্না, মীনা কুমারী, মুমতাজ। সুপারহিট ব্যবসা করে ছবিটি। এরপর ঢাকায় ১৯৭৩ সালে এ ছবির রিমেক করেন প্রখ্যাত নির্মাতা আজিজুর রহমান। ছবির শিরোনাম ‘অতিথি’। এতে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, আলমগীর। এই রিমেক ছবিটিও ব্যাপক ব্যবসা সফল হয়। এ ছবির সব গানই জনপ্রিয় হয়। বিশেষ করে ‘ও পাখি তোর যন্ত্রণা’ কালজয়ী হয়ে আছে।

শোলে থেকেদোস্ত দুশমন

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভারতে মুক্তি পায় রমেশ সিপ্পি নির্মিত শোলে ছবিটি। ৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ ছবিটি তখন ১৫০ মিলিয়ন ডলার ব্যবসা করে। এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, হেমা মালিনী, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, সঞ্জীব কুমার, আমজাদ খান প্রমুখ। ১৯৭৭ সালে ঢাকায় ছবিটির রিমেক করেন দেওয়ান নজরুল। ছবির শিরোনাম ছিল ‘দোস্ত দুশমন’। এতে অভিনয় করেন সোহেল রানা, শাবানা, ওয়াসিম, সুচরিতা, আজিম, জসীম প্রমুখ। এ ছবিটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।

 

রুটি থেকেএক মুঠো ভাত

১১ অক্টোবর ১৯৭৪ সালে বলিউডে মুক্তি পায় মনমোহন দেশাই পরিচালিত ‘রুটি’ ছবিটি। সুপারহিট এ ছবিটিতে অভিনয় করেন রাজেশ খান্না ও মুমতাজ। ১৯৭৬ সালে ঢাকায় ছবিটি রিমেক করেন ইবনে মিজান। এতে অভিনয় করেন জাফর ইকবাল ও ববিতা। এ ছবিটিও অসাধারণ জনপ্রিয় হয়। ছবির গান ‘ওতো রূপের গরব করিসনা’, ‘নাচ আমার ময়না তুই পয়সা পাবিরে’, কিংবা ‘শোনো ভাইয়েরা কথা শোনো এমন একজন মানুষ আনো’ আজও শ্রোতাপ্রিয় হয়ে আছে।

 

গোরা আওর কালা থেকেনিশান

১৯৭২ সালের ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পায় নরেশ কুমার পরিচালিত ‘গোরা আওর কালা’ ছবিটি। সুপারহিট এ ছবিটিতে অভিনয় করেন রাজেন্দ্র কুমার, হেমা মালিনী, রেখা প্রমুখ। ১৯৭৭ সালে ঢাকায় এই ছবিটির রিমেক করেন ইবনে মিজান। এতে অভিনয় করেন জাভেদ, ববিতা, সুচরিতা। এ ছবির একটি গান ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ আজও জনপ্রিয় হয়ে আছে।

 

কেয়ামত সে কেয়ামত তক থেকেকেয়ামত থেকে কেয়ামত

১৯৮৮ সালে বলিউডের নামি প্রযোজক মনসুর খান ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিটি পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পুত্র আমির খানকে এই রোমান্টিক ছবিটির নায়ক হিসেবে অভিষেক ঘটান। আর নায়িকা হিসেবে কাস্ট করেন নতুন মুখ জুহি চাওলাকে। ছবিটি বাম্পার হিট হয়। ১৯৯৩ সালে ঢাকায় সোহানুর রহমান সোহান এই ছবির রিমেকের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এটিই সালমান শাহ ও মৌসুমীর ডেবিউ ফিল্ম। এই ছবির গান ‘ও আমার বন্ধুগো, চির সাথী পথ চলার’, ‘বাবা বলেছে ছেলে নাম করবে’, ‘একা আছি ভালো আছি’ এখনো জনপ্রিয় হয়ে আছে।

সর্বশেষ খবর