রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা
প্রয়াণ

চলে গেলেন নমিতা ঘোষ

শোবিজ প্রতিবেদক

চলে গেলেন নমিতা ঘোষ

স্বাধীনতা দিবসের শেষ প্রহরে প্রাণ হারালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক নমিতা ঘোষ। তিনি ছিলেন যুদ্ধের প্রথম নারী শিল্পী। শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য শিল্পী। দীর্ঘদিন ধরে এই শিল্পী ক্যান্সার ও চোখের জটিলতায় ভুগছিলেন। তবে ১৫ মার্চ করোনা পজিটিভ ফল পান। তখনই নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে জানান, ১৫ মার্চ এই কণ্ঠযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর