বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাত লেখকের গল্পে চঞ্চল-ফারিণরা

শোবিজ প্রতিবেদক

এই সময়ের সাতজন লেখকের গল্প থেকে টেলিফিল্ম নির্মিত হচ্ছে। এটির উদ্যোগ নিয়েছে বঙ্গবিডি। এই উদ্যোগের নাম ‘বব’ বা ‘বেইজড অন বুকস’। খুব শিগগিরই প্রথম সিজনের টেলিফিল্মগুলোর শুটিং শুরু হবে। সাত টেলিফিল্ম নির্মাণ করবেন যথাক্রমে নূর ইমরান মিঠু, ওয়াহিদ তারেক, অনিমেষ আইচ, ইফতেখার আহমেদ ফাহমি, সঞ্জয় সমদ্দার, গোলাম হায়দার কিসলু ও ভিকি জাহেদ। অন্যদিকে সাত লেখকের বইগুলো হলো- ‘শাহাদুজ্জামান রচনা সংগ্রহ ১’, মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’, শিবব্রত বর্মণের ‘সময়ের গল্প ২০১৩’, যোবায়েদ আহসানের ‘হাকুল্লা’, সাদাত হোসাইনের ‘মরণোত্তম’, মারুফ রেহমানের ‘লাবণী’ ও রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’। টেলিফিল্মগুলোর শিল্পী-কলাকুশলীও প্রায় চূড়ান্ত। এতে চঞ্চল-ফারিণসহ অনেকে অভিনয় করবেন। আসছে ঈদে একুশে টেলিভিশন, চ্যানেল নাইন ও জিটিভিতে প্রচারিত হবে টেলিফিল্মগুলো।

সর্বশেষ খবর