এবারের ঈদেও কি দর্শক বড় পর্দায় দেখতে পাবেন না তাদের প্রিয় তারকাদের? এই প্রশ্ন এখন চলচ্চিত্রের মানুষ ও দর্শকদের। সরকার করোনা নিয়ন্ত্রণে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে ১৬ মে পর্যন্ত। ঈদ উদযাপিত হতে পারে ১৪ মে। যদি এই লকডাউনের ফলে সিনেমা হল খোলা না হয় তাহলে গত বছরের মতো এবারের ঈদেও বড় পর্দায় জনপ্রিয় তারকাদের উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়বে। ঈদে যেসব জনপ্রিয় তারকার ছবি মুক্তির কথা ছিল তাদের মধ্যে রয়েছে শাকিব খান, অপুু বিশ্বাস, বুবলী, আরিফিন শুভ, পূজা চেরী, সিয়াম, তাসকিন, রোশান, নিরব, বাপ্পী প্রমুখ। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল জানান, এবারের লকডাউনে সিনেমা হল বন্ধের কোনো ঘোষণা সরকার দেয়নি। তারপরও দর্শক শূন্যতা ও স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সিনেমা হল মালিকরা সিনেমা হল বন্ধ রেখেছেন। তিনি বলেন, এখন সিনেমা হল খুলতে চাইলেও লোকসানের ভয়ে নির্মাতারা ছবি দিতে চাইছেন না। ফলে ঈদে সিনেমা হল খোলা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, গত বছরের ১৬ অক্টোবর সিনেমা হল খুলে দিলেও এ পর্যন্ত ১৪টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে হাতে গোনা দু-একটি ছাড়া সবই চরম আর্থিক লোকসান গুনেছে। ফলে এবারের ঈদেও করোনা মহামারী আতঙ্কে দর্শক শূন্যতার ভয়ে কোনো প্রযোজক তাদের ছবি মুক্তি দিয়ে লোকসানের কবলে পড়তে চাইবেন না। মানে ঈদে জনপ্রিয় তারকাদের অভিনীত বিগ বাজেটের ছবি মুক্তি পাবে কি না সেই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দীন বলছেন, ঈদে সিনেমা হল খুললেও করোনা সংক্রমণ ও মৃত্যুহার যেভাবে এখন পর্যন্ত বাড়ছে তাতে দর্শক সিনেমা হলে আসবে কি না তাতে সন্দেহ রয়েছে। তা ছাড়া যেসব নির্মাতা ঈদের জন্য বিগ বাজেটের ছবি নির্মাণ করেছেন তারা হয়তো অল্প সিনেমা হল ও দর্শক আগমন অনিশ্চয়তার কারণে লোকসান গুনে ছবি মুক্তি দিতে চাইবেন না। এ অবস্থায় অনেক প্রযোজক ছবি মুক্তি দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমউল্লাহ খোকন জানান, ঈদে মুক্তির জন্য তাদের ছবি ‘জ্বীন’ নিশ্চিত ছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঈদে সিনেমা হল খুললেও দর্শক হলে আসবে কি না তা নিয়ে সন্দেহ বাড়ায় এখন ঈদে সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, সময় যেহেতু হাতে আরও কিছু দিন আছে তাই অবস্থা পর্যবেক্ষণ করব। এরপর সিদ্ধান্ত নেব ছবি সিনেমা হলে মুক্তি দেব কি না। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোরও প্রায় অভিন্ন কথা। এদিকে ঈদে যেসব জনপ্রিয় তারকার ছবি মুক্তি পাওয়ার কথা ছিল তার মধ্যে অন্যতম কয়েকটি হলো- শাকিব খান, দর্শনা অভিনীত ‘অন্তরাত্মা’। আরিফিন শুভ তাসকিন, জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’, পূজা চেরী, রোশান, সজল অভিনীত ‘জ্বীন’। শাকিব খান, বুবলী অভিনীত ‘বিদ্রোহী’। নিরব, বুবলী, তাসকিন অভিনীত ‘ক্যাসিনো’। এ ছাড়া অপু বিশ্বাস ও বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পেতে পারে বলে আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ঈদে সিনেমা হল খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত বড় পর্দায় জনপ্রিয় তারকাদের ছবি মুক্তি একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজকরা।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
ঈদে বড় পর্দায় অনিশ্চিত জনপ্রিয় তারকারা
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর