এবারের ঈদেও কি দর্শক বড় পর্দায় দেখতে পাবেন না তাদের প্রিয় তারকাদের? এই প্রশ্ন এখন চলচ্চিত্রের মানুষ ও দর্শকদের। সরকার করোনা নিয়ন্ত্রণে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে ১৬ মে পর্যন্ত। ঈদ উদযাপিত হতে পারে ১৪ মে। যদি এই লকডাউনের ফলে সিনেমা হল খোলা না হয় তাহলে গত বছরের মতো এবারের ঈদেও বড় পর্দায় জনপ্রিয় তারকাদের উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়বে। ঈদে যেসব জনপ্রিয় তারকার ছবি মুক্তির কথা ছিল তাদের মধ্যে রয়েছে শাকিব খান, অপুু বিশ্বাস, বুবলী, আরিফিন শুভ, পূজা চেরী, সিয়াম, তাসকিন, রোশান, নিরব, বাপ্পী প্রমুখ। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল জানান, এবারের লকডাউনে সিনেমা হল বন্ধের কোনো ঘোষণা সরকার দেয়নি। তারপরও দর্শক শূন্যতা ও স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সিনেমা হল মালিকরা সিনেমা হল বন্ধ রেখেছেন। তিনি বলেন, এখন সিনেমা হল খুলতে চাইলেও লোকসানের ভয়ে নির্মাতারা ছবি দিতে চাইছেন না। ফলে ঈদে সিনেমা হল খোলা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, গত বছরের ১৬ অক্টোবর সিনেমা হল খুলে দিলেও এ পর্যন্ত ১৪টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে হাতে গোনা দু-একটি ছাড়া সবই চরম আর্থিক লোকসান গুনেছে। ফলে এবারের ঈদেও করোনা মহামারী আতঙ্কে দর্শক শূন্যতার ভয়ে কোনো প্রযোজক তাদের ছবি মুক্তি দিয়ে লোকসানের কবলে পড়তে চাইবেন না। মানে ঈদে জনপ্রিয় তারকাদের অভিনীত বিগ বাজেটের ছবি মুক্তি পাবে কি না সেই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দীন বলছেন, ঈদে সিনেমা হল খুললেও করোনা সংক্রমণ ও মৃত্যুহার যেভাবে এখন পর্যন্ত বাড়ছে তাতে দর্শক সিনেমা হলে আসবে কি না তাতে সন্দেহ রয়েছে। তা ছাড়া যেসব নির্মাতা ঈদের জন্য বিগ বাজেটের ছবি নির্মাণ করেছেন তারা হয়তো অল্প সিনেমা হল ও দর্শক আগমন অনিশ্চয়তার কারণে লোকসান গুনে ছবি মুক্তি দিতে চাইবেন না। এ অবস্থায় অনেক প্রযোজক ছবি মুক্তি দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমউল্লাহ খোকন জানান, ঈদে মুক্তির জন্য তাদের ছবি ‘জ্বীন’ নিশ্চিত ছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঈদে সিনেমা হল খুললেও দর্শক হলে আসবে কি না তা নিয়ে সন্দেহ বাড়ায় এখন ঈদে সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, সময় যেহেতু হাতে আরও কিছু দিন আছে তাই অবস্থা পর্যবেক্ষণ করব। এরপর সিদ্ধান্ত নেব ছবি সিনেমা হলে মুক্তি দেব কি না। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোরও প্রায় অভিন্ন কথা। এদিকে ঈদে যেসব জনপ্রিয় তারকার ছবি মুক্তি পাওয়ার কথা ছিল তার মধ্যে অন্যতম কয়েকটি হলো- শাকিব খান, দর্শনা অভিনীত ‘অন্তরাত্মা’। আরিফিন শুভ তাসকিন, জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’, পূজা চেরী, রোশান, সজল অভিনীত ‘জ্বীন’। শাকিব খান, বুবলী অভিনীত ‘বিদ্রোহী’। নিরব, বুবলী, তাসকিন অভিনীত ‘ক্যাসিনো’। এ ছাড়া অপু বিশ্বাস ও বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পেতে পারে বলে আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ঈদে সিনেমা হল খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত বড় পর্দায় জনপ্রিয় তারকাদের ছবি মুক্তি একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজকরা।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
ঈদে বড় পর্দায় অনিশ্চিত জনপ্রিয় তারকারা
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর