শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

প্লে-ব্যাক-আধুনিক গানে ব্যস্ত ঐশী

শোবিজ প্রতিবেদক

প্লে-ব্যাক-আধুনিক গানে ব্যস্ত ঐশী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতিমা-তুয-যাহরা ঐশী মহামারী করোনার এই প্রাদুর্ভাবেও থেমে নেই। নতুন নতুন সিনেমায় প্লে-ব্যাক করার পাশাপাশি তিনি নতুন নতুন আধুনিক গানও গাইছেন। এরই মধ্যে ‘ঐশী এক্সপ্রেস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া ‘আকাশ কিনতে চাই’ ও খুঁজে ফিরি তাই’ গান দুটি। ‘আকাশ কিনতে চাই’ লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং ‘খুঁজে ফিরি তাই’ লিখেছেন এস এম আবদুল্লাহ শান্তু। দুটি গানের সুর সংগীত করেছেন নাহিদ নোমান অরুপ। এ ছাড়াও ‘এত ব্যথা কেনরে’ ও ‘কালারে’ শিরোনামের আরও দুটি গান প্রকাশিত হয়েছে। ‘এত ব্যথা কেনরে’ প্রকাশিত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন এবং সুর সংগীত করেছেন অমিত কর। ‘কালারে’ লিখেছেন ও সুর করেছেন এস আই শহীদ এবং সংগীতায়োজন করেছেন সালমান জাইম। ডিপি মিউজিকে প্রকাশিত হয়েছে প্রসেনজিৎ মন্ডলের লেখা ও অমিত করের সুর সংগীতে ‘মরে গেলে বুঝবি’ গানটি। আধুনিক নতুন নতুন প্রকাশিত এই পাঁচটি গানের পাশাপাশি নতুন বেশ কয়েকটি সিনেমায়ও প্লে-ব্যাক করেছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার টাইটেল সং-এ কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও সুর সংগীত করেছেন শাহরিয়ার রাফাত। এ ছাড়াও নিরঞ্জন বিশ্বাসের একটি সিনেমা, অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমায়ও প্লে-ব্যাক করেছেন ঐশী। এ ছাড়াও ফজলুল কবির তুহিন পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’তেও তিনি মকসুদ জামিল মিন্টুর সুরে একটি গান গেয়েছেন। এই গানটি নিয়ে ভীষণ আশাবাদী ঐশী।

সর্বশেষ খবর