বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
আবেদন আহ্বান-

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০

শোবিজ প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এর জন্য আবেদনপত্র আহ্বান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে। চলচ্চিত্রের একটি উন্নতমানের সিডি, ডিভিডি ও পেনড্রাইভ এবং নির্ধারিত ছকে প্রযোজক, পরিচালক, সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বরসহ জীবন বৃত্তান্ত, চলচ্চিত্রের কাহিনিসংক্ষেপ, গানের কথা ইত্যাদি প্রতিটির ১৫ সেট ‘ভাইস চেয়ারম্যান, ফিল্ম সেন্সর বোর্ড ও সদস্যসচিব, জুরি বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০, তথ্য ভবন (লেভেল ১৩ ও ১৪), ১১২ সার্কিট হাউস রোড, রমনা, ঢাকা-১০০০’ এই ঠিকানায় পাঠাতে হবে বলেও জানানো হয়েছে।

 

সর্বশেষ খবর